The 5th and last night of the Bengal Classical Music Festival 2016 started with fascinating renditions

The 5th night of the Bengal Classical Music Festival 2016 opened on 28th November at Army Stadium, Dhaka.

The first performance of the night was a mesmeric vocal rendition by the students of the Music Department of Dhaka University. The students performed Raga Bhupali. Swarop Hossain and Zakir Hossain accompanied them on tabla. On behalf of the students, Dr. Leena Taposhi, the Chairman of the department received the festival memento from the former Indian Ambassador to Bangladesh Deb Mukherjee.

The 2nd performance of the night was another aural delight. Students of the Bengal Parampara Sangeetalay performed Raga Charukeshi on sitar. The students who performed were Proshanjit Mondal, Shamya Dey, Jyoti Banerjee, Ahmed Imtiaz Humayun, Nisith Dey, Khandkar Nazmus Sakib, Ringko Chondra das, Mohammad Kausar, Jahangir Alam Shraban, TM Selim Reza, Ashis Narayan Sarker, Mehreen Alam. Prashanta Bhowmik and Supantho Majumdar were on tabla. On behalf of the artistes, Mehreen Alam received the festival memento from Ruby Ghuznavi, founder of National Craft Council.

Sir Fazle Hasan Abed, KCMG, Founder & Chairperson of BRAC, was present as the Chief Guest at the closing. Distinguished academician and Professor Emeritus Anisuzzamn presided over the closing ceremony. Annisul Huq, the Honorable Mayor of Dhaka North City Corporation and Mohammad Sayeed Khokon, the Honorable Mayor of Dhaka South City Corporation were the special guests. Anjan Chowdhury, Managing Director of Square Group was also among the special guests.

Sir Fazle Hasan Abed remembered versatile author Syed Shamsul Haq to whom the festival is dedicated. He remarked, “Classical music is imbedded in us. Artistes like Ustad Ali Akbar, Ustad Allauddin Khan and Pandit Ravi Shankar had roots in this country. The continuity of this festival will encourage the emergence of more world class artistes in this field.”

Professor Emeritus Anisuzzamn greeted everyone and expressed his gratitude towards the artistes. He said, “The practice of classical music was fading in our country. However, this festival has rejuvenated interests in the genre.”

Anjan Chowdhury, Managing Director of Square Group Ltd, expressed his pride at being involved with the festival and said, “Hopefully, we will present grander festival in the future.”

Mohammad Sayeed Khokon, the Honorable Mayor of Dhaka South City Corporation, requested Abul Khair to take responsibility for all the twelve music schools in Old Dhaka. He assured cooperation from the City Corporation to develop cultural institutes in that part of Dhaka. He expressed that the festival has proved to be a prominent initiative against recent militant activities. He said, “Bangladesh is moving forward under the dynamic leadership of Prime Minister Sheikh Hasina. Nothing can impede this momentum.”

Annisul Huq, Honorable Mayor of Dhaka North City Corporation expressed his gratitude towards the organizers of this event. He urged the producers to pay the dues of the singers of the country. “Artistes can shape people’s mentalities, therefore, we should always pay our due respects to them.”

Abul Khair, Chairman of Bengal Foundation, requested a minute of silence in memory of recently deceased poet Syed Shamsul Huq and the people who had given their lives during the recent militant attacks. He expressed his gratitude towards the sponsors and partners of the event. According to him, this festival has become a platform to uplift the image of Bangladesh in front of the entire world. For the success of the festival he expressed his gratitude and thanks towards the Prime Minister, the Finance Minister, the Cultural Affairs Minister, the Bangladesh Army, the Bangladesh Police and the journalist friends from print and electronic media. He pleaded with the Prime Minister for the construction of at least three thousand cinema halls around the country. He also requested the construction of sports and cultural facilities in remote areas of the country.  He said, “We would like to develop a large cultural institute in the country.” After his speech he declared a three day Sufi Festival in January. At the end of the closing ceremony he handed over the crests to the chief guest and special guests of the night.

The next performances of the night was santoor by Pandit Shiv Kumar Sharma. He performed Raga Jog. Sir Fazle Hasan Abed handed over the festival memento to this santoor exponent.

Following that, Kumar Mardur came on stage with a Khayal. At first, he performed Raga Puriya Kalyan. After that he rendered bhajan on Raga Kirwani. Renowned writer Anisul Hoque handed over the festival memento to the artiste.

The three other performance of the night are Sitar by Pandit Kushal Das; Khayal by Arati Ankalikar; Flute by Pandit Hari Prasad Chaurasia.

Stalls at the festival include both book stalls as well as vendor stalls offering food and beverage.  The stalls are offering ICE Media magazines and books published by Bengal Publications, Daily Star Books and Prothom Alo. The food stalls include North End Coffee Roasters, Lucknow, Chaap Station, Bistro E and Paturi.  Aranya, Bengal Café, the Bengal Film Development Forum and BRAC Bank ATMs are also present on the festival grounds. Journalists should be pleased to find access to free WiFi.

Square Group is presenting the Bengal Classical Music Festival as the title sponsor. BRAC Bank is supporting the event as the main sponsor. Maasranga TV is the broadcast partner, while ICE Business Times is the media partner. Radisson Hotel Dhaka is the hospitality partner of the event, and Square Hospital is the medical partner. Blues Communications is in-charge of the event management. The festival is being presented in association with Bengal Digital, Mango and Bengal Parampara Sangeetalay. Perfect Harmony of Singapore is the strategic partner.

For the last four years, the Bengal Classical Music Festival has been the largest classical music event in the subcontinent showcasing performances from over two hundred classically trained singers and dancers. With the goal to popularize and perpetuate the practice of classical music, this festival will go on till November 28th. The event this year is dedicated to the memory of versatile author and poet Syed Shamsul Haq (1935-2016).

Photo Courtesy: Bengal Foundation

 

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬ প্রেস বিজ্ঞপ্তি ২৮.১১.২০১৬ চলছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-এ

র শেষ দিনের আয়োজন পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পঞ্চম ও শেষ দিনের আয়োজন শুরু হয় ২৮ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় বনানীর আর্মি স্টেডিয়ামে। অনুষ্ঠানের শুরুতেই দলীয় কণ্ঠসংগীত পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। সমবেত কণ্ঠে রাগ ভূপালী পরিবেশন করেন তারা। এ সময় তবলায় তাল দেন স্বরূপ হোসেন ও জাকির হোসেন। সংগীত পরিবেশনা শেষ হলে শিল্পীবৃন্দের হাতে উৎসবের সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত দেব মুখার্জী। শিল্পীদের পক্ষে স্মারক গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. লিনা তাপসী। এরপর বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীবৃন্দ দলীয় সেতার পরিবেশন করেন। শিল্পীরা হলেন নিশিত দে, সম্য দে, আশিস নারায়ণ সরকার, প্রসেনজিৎ মণ্ডল, আহম্মেদ ইমতিয়াজ হুমায়ুন, টি.এম. সেলিম রেজা, খন্দকার নাজমুস সাকিব, রিংকু চন্দ্র দাস, মেহরিন আলম, জ্যোতি ব্যানার্জী, জাহাঙ্গীর আলম শ্রাবণ ও মোহাম্মদ কাওছার। সেতার, তবলা ও গিটারের সম্মিলিত সুরে তারা রাগ চারুকেশী পরিবেশন করেন। তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক ও সুপান্থ মজুমদার। বাদ্য শেষে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় কারুশিল্প পরিষদের সহ-সভাপতি রুবি গজনবী। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয় এরপরই। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মান্যবর মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মান্যবর মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবুল খায়ের। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান উৎসবে আগত শিল্পীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন,‘আমাদের দেশে উচ্চাঙ্গ সংগীতের চর্চা যখন স্তিমিত হতে যাচ্ছিল তখন এই উৎসব সে চর্চাকে আবার উজ্জীবিত করেছে। যা আমাদের জাতীয় চেতনায় নতুন মাত্রা যোগ করেছে।’ ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ তাঁর বক্তব্যের শুরুতে সদ্যপ্রয়াত লেখক সৈয়দ শামসুল হককে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, ‘আমাদের রক্তে শুদ্ধ সংগীতের ধারা বইছে। এই ভূখণ্ড থেকে এক সময় ওস্তাদ আলী আকবর, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, পণ্ডিত রবিশংকরের মতো শিল্পীর জন্ম হয়েছে। এই উৎসব চলমান থাকলে পুনরায় আমরা বিশ্বমানের শিল্পী পাবো।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মান্যবর মেয়র আনিসুল হক আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। দেশের সংগীতশিল্পকে আরও এগিয়ে নিতে তিনি সংগীত প্রযোজকদের অনুরোধ করেন শিল্পীদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য। তিনি বলেন,‘শিল্পীরা পারেন একটি দেশের মননে পরিবর্তন আনতে। তাই তাঁদের যথাযোগ্য সম্মান যেন আমরা দিতে পারি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মান্যবর মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের প্রস্তাবে সাড়া দিয়ে পুরান ঢাকার ১২টি সংগীত বিদ্যালয় পরিচালনার ভার নিতে তাকে অনুরোধ করেন এবং সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য পর্যাপ্ত সাহায্য করারও আশ্বাস দেন। মৌলবাদি অপশক্তি প্রতিরোধে এই উৎসবকে একটি শক্তিশালী উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন,‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। কোন অপশক্তি এই অগ্রযাত্রা রুখতে পারবে না।’ স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বক্তব্যের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানান। উৎসবের সঙ্গে থাকতে পেরে গর্ব প্রকাশ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে অন্যান্য আরও বড় উৎসব আমরা আপনাদের উপহার দেব।’ বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবুল খায়ের বক্তব্যের শুরুতে তিনি সদ্যপ্রয়াত লেখক সৈয়দ শামসুল হক, হোলি আর্টিজানে নিহত দুই পুলিশ কর্মকর্তাসহ সম্প্রতি ঘটে যাওয়া মৌলবাদি আক্রমণে নিহতদের স্মরণ করে আগত সবাইকে এক মিনিট নিরবতা পালন করতে অনুরোধ করেন। অতঃপর তিনি উৎসবের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক ও মাছরাঙ্গা টেলিভিশনসহ উৎসব সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই উৎসবকে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের একটি মাধ্যম হিসেবে উল্লেখ করেন। সুষ্ঠুভাবে অনুষ্ঠান আয়োজনে সহায়তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীসহ বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জনাব আবুল খায়ের। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যেন দেশে কমপক্ষে তিন হাজার সিনেমা হল তৈরি করে দেওয়া হয়। এছাড়াও দেশের প্রান্তিক পর্যায়ে পর্যাপ্ত খেলার মাঠ ও সাংস্কৃতিক ক্লাব গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দেশে একটা বড় সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে চাই আমরা। যেখানে শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে।’ বক্তব্যের শেষে তিনি আসছে জানুয়ারি মাসে তিন রাত ধরে সুফি গানের উৎসব করার ঘোষণা দেন। সমাপনী অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে উৎসবের সম্মাননা স্মারক তুলে দেন তিনি। দিনের তৃতীয় পরিবেশনা ছিল পণ্ডিত শিবকুমার শর্মার। তিনি সন্তুরে রাগ যোগ বাজিয়ে শোনান। পরিবেশনা শেষে শিল্পীর হাতে উৎসবের সম্মাননা স্মারক তুলে দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। পরবর্তী পরিবেশনায় খেয়াল শুনিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন কুমার মারদুর। তিনি রাগ পুরিয়া কল্যাণ ও কিরওয়ানিতে ভজন পরিবেশন করেন। পরিবেশনা শেষে শিল্পীর হাতে উৎসব স্মারক তুলে দেন স্বনামধন্য লেখক আনিসুল হক। পঞ্চম দিনের আয়োজনে আরও পরিবেশন করবেন পণ্ডিত কুশল দাস (সেতার), আরতী আঙ্কালিকর (খেয়াল) এবং পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া (বাঁশি)। সংগীত উপভোগের পাশাপাশি শ্রোতাদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা রয়েছে উৎসব প্রাঙ্গণে। এছাড়া বিভিন্ন স্টলে পাওয়া যাবে আইস মিডিয়ার ম্যাগাজিন ও বেঙ্গল পাবলিকেশনসের বই। রয়েছে ডেইলি স্টার বুকস ও প্রথমা। এছাড়া অনুষ্ঠান প্রাঙ্গণে আরও রয়েছে অরণ্য, বেঙ্গল ক্রিয়েশনস, ম্যাংগো মোবাইল, বেঙ্গল ইনস্টিটিউট অব আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ ও সেট্‌লমেন্ট এর প্রদর্শনী। আছে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ। সাংবাদিকদের জন্য থাকছে ওয়াইফাই জোন। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজতি বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-এর নিবেদক স্কয়ার গ্রুপ। আয়োজন সর্মথন করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশিন। মিডিয়া পার্টনার আইস বিজনেস টাইমস। আতিথেয়তা সহযোগী র্যা ডিসন হোটেল। সার্বিক সহযোগিতায় বেঙ্গল গ্রুপ। অনুষ্ঠান আয়োজিত হচ্ছে বেঙ্গল ডিজিটাল, ম্যাংগো, বেঙ্গল পরম্পরা সংগীতালয় ও পারফেক্ট হারমনি প্রোডাকশনস্ সিঙ্গাপুরের সহযোগিতায়। ইভেন্ট ব্যবস্থাপনায় ব্লুজ কমিউনিকেশনস। গত চার বছর ধরে আয়োজিত ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ শিল্পী ও দর্শকের অংশগ্রহণের নিরিখে এরই মধ্যে এই উপমহাদেশে তথা বিশ্বে র্সবাধিক বড় পরিসরে উচ্চাঙ্গসংগীতের আসর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ বছর উৎসবটি উৎর্সগ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের (১৯৩৫-২০১৬) স্মৃতির উদ্দেশ্যে। ছবিঃ বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

Leave a Reply

Enter your keyword