Bengal Foundation

Press Release

Wednesday, 13 February 2019

Day 2

সংবাদ বিজ্ঞপ্তি

বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ঢাকা

ফাগুন সমীরণে : ১২ – ১৬ ফেব্রুয়ারি বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত পাঁচ দিনব্যাপী বসন্ত উৎসব

১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০১৯ বেঙ্গল বইয়ে (১/৩ ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা) অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব – ‘ফাগুন সমীরণে’। পাঁচ দিনব্যাপী এই উৎসবে আছে সাহিত্য-আলোচনা, বই ও গানের অ্যালবাম প্রকাশনা এবং গানের আসর। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

প্রথমদিন মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি: বই প্রকাশ, আলোচনা ও গানের আসর

পাঁচ দিনব্যাপী বসন্ত উৎসবের প্রথমদিন মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি বিকেল ৪.৩০টায় ছিল বই প্রকাশ ও আলোচনার আয়োজন ‘আলাপে বিস্তারে’।বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত, রফিকুন নবী-রচিত স্মৃতির পথরেখায় গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচনায় ছিলেন মতিউর রহমান, সম্পাদক প্রথম আলো, শিল্পী নিসার হোসেন ও শিল্প-সমালোচক মইনুদ্দীন খালেদ। আয়োজনের দ্বিতীয় পর্যায়ে বেঙ্গল বই প্রাঙ্গনে সন্ধ্যা ৬.৩০টায় সংগীত পরিবেশন করে সংগীতদল গান পাগল।

দ্বিতীয় দিন বুধবার, ১৩ ফেব্রুয়ারি: অ্যালবাম প্রকাশ ও গানের আসর

আজ উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬.৩০টায় শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে ধারণ করা ভাওাইয়া গানের অডিও অ্যালবাম ‘ধরলা নদীর পারে’ -এর মোড়ক উন্মোচন করবেন অগ্রণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। বরেণ্য শিল্পী রথীন্দ্রনাথ রায়ের সাম্প্রতিকতম দশটি গানের এই অ্যালবাম প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। মোড়ক উন্মোচনের পর রথীন্দ্রনাথ রায় অ্যালবামের কিছু নির্বাচিত গান গেয়ে শোনাবেন।

 আগামীকাল বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি উৎসবের তৃতীয় দিনের আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬.৩০টায়। বেঙ্গল বই প্রাঙ্গণে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় সংগীতদল জলের গান|

স্থান :বেঙ্গল বই, ১/৩ ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা ১২০৯, যোগাযোগ : ০১৭১১৮১৭৭৪৯, ৫৫০২৯৩২৪

ধন্যবাদ জানিয়ে,

রেজওয়ানুল কামাল চৌধুরী
বেঙ্গল ফাউন্ডেশন
০১৭১৭ ১১৯ ০১৪, ০১৮৪৪ ০৫০ ৬২৪

জলের গান

ফোক-ফিউশন ধারার গানের জন্য বিখ্যাত সংগীতদল জলের গান  ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। তাঁরা মাত্র কয়েক বছরেই ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গান প্রকাশ করে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডগুলোর তালিকায় নিজেদের স্থান করে নিয়েছে। ইতিমধ্যেই জলের গান  গ্লাসগো, স্কটল্যান্ডে বিশ্ব সুফি উৎসব, এডিনবার্গে স্কটল্যান্ডের জাতীয় জাদুঘর সহ উল্লেখযোগ্য বিভিন্ন মঞ্চে কৃতিত্বের সঙ্গে সংগীত পরিবেশন করেছেনসদস্যরা হলেন – রাহুল আনন্দ, রানা সারোয়ার, আবু বকর সিদ্দিকী, গোপী দেবনাথ, ঐশ্বর্য মল্লিক, দীপঙ্কর রায়, মাসুম মিয়া ও দেলোয়ার হোসেন শুভ।

শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে ধারণ করা ধরলা নদীর পারে অ্যালবাম
Tuesday, 12 February 2019

Day 1

সংবাদ বিজ্ঞপ্তি
শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯। ঢাকা

ফাগুন সমীরণে : ১২ – ১৬ ফেব্রুয়ারি বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত পাঁচ দিনব্যাপী বসন্ত উৎসব
১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০১৯ বেঙ্গল বইয়ে (১/৩ ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা) অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব – ফাগুন সমীরণে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে থাকছে সাহিত্য-আলোচনা, বই ও গানের অ্যালবাম প্রকাশনা এবং গানের আসর। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

১২ ফেব্রুয়ারি:বই প্রকাশ, আলোচনা ও গানের আসর

পাঁচ দিনব্যাপী বসন্ত উৎসবের প্রথমদিন বিকেল ৪.৩০টায় থাকছে বই প্রকাশ ও আলোচনার আয়োজন ‘আলাপে বিস্তারে’।বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত, রফিকুন নবী-রচিত স্মৃতির পথরেখায় গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচনা করবেন মতিউর রহমান, সম্পাদক প্রথম আলো, শিল্পী নিসার হোসেন ও শিল্প-সমালোচক মইনুদ্দীন খালেদ। বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের অগ্রণী শিল্পী রফিকুন নবীর আত্মজীবনী ‘স্মৃতির পথরেখায়’ বইটিতে দীর্ঘ সত্তুর বছরের জীবনাভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে। এই স্মৃতিকথায় তাঁর বেড়ে ওঠা, চিত্রশিল্পে অবগাহন, ষাটের দশকের রাজনৈতিক কর্মপ্রবাহ ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ফুটে উঠেছে।

আয়োজনের দ্বিতীয় পর্যায়ে বেঙ্গল বই প্রাঙ্গনে সন্ধ্যা ৬.৩০টায় সংগীত পরিবেশন করবে সংগীতদল গান পাগল।

দ্বিতীয় দিন বুধবার, ১৩ ফেব্রুয়ারি : অ্যালবাম প্রকাশ ও গানের আসর
আগামীকাল উৎসবের দ্বিতীয়দিনের আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬.৩০টায়। দ্বিতীয় দিন বুধবার, ১৩ ফেব্রুয়ারি শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে ধারণ করা ভাওাইয়া গানের অডিও অ্যালবাম ধরলা নদীর পারে’র মোড়ক উন্মোচন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। বাংলাদেশের সংগীতজগতে সুপ্রতিষ্ঠিত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের সাম্প্রতিকতম দশটি গানের এই অ্যালবাম প্রকাশিত হচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন থেকে। মোড়ক উন্মোচনের পর সংগীত পরিবেশন করবেন রথীন্দ্রনাথ রায় ।

স্থান :বেঙ্গল বই, ১/৩ ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা ১২০৯, যোগাযোগ : ০১৭১১৮১৭৭৪৯, ৫৫০২৯৩২৪

ধন্যবাদ জানিয়ে,
রেজওয়ানুল কামাল চৌধুরী
বেঙ্গল ফাউন্ডেশন

গানপাগল

৮ জন সদস্য নিয়ে সংগীতদল গানপাগল তাঁদের যাত্রা শুরু করে ২০১২ সালে। তাঁরা গত ৭ বছরে নিয়মিত বিভিন্ন মঞ্চে সংগীত পরিবেশনার পাশপাশি টেলিভিশন ও রেডিওতেও সংগীত পরিবেশন করে আসছে। মুলত ক্লাসিকাল, ঠুমরী-প্রধান গান, রবীন্দ্র ও নজরুল সংগীত এবং লোকজ সংগীতের পাশাপাশি নিজেদের সূর করা বিভিন্ন গানও গানপাগল নিয়মিত মঞ্চে পরিবেশন করে থাকে।

সদস্যঃ
মূল কণ্ঠঃ শোয়েব, ভায়োলিন এবং ম্যান্ডোলিনঃ ড. শিউলী, পারকাশনঃ অমিত, বাঁশী, গিটারঃ আরেফিন, বেজ গিটারঃ সোহাগ, কণ্ঠ ও পারকাশনঃ নয়ন ও অঙ্কন

রফিকুন নবী-রচিত স্মৃতির পথরেখায় গ্রন্থের প্রচ্ছদ
用於治療陽痿/早洩的藥物,以下列出的藥物(威而鋼犀利士)在某種程度上與本病有關,或用於治療本病。

Enter your keyword