Tomar Surer Dhara

হাজার বছর ধরে গড়ে উঠেছে বাংলা গানের ঐতিহ্য। কিন্তু এখন বাজার কাটতির জন্য চীৎকারকে সঙ্গীতের নামে গছিয়ে দেবার এক অপচেষ্টার নিদারুণ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এই অস্থিরতার ভেতর থেকেও বাংলা গানের বিপুল সম্ভারকে শ্রোতার কাছে পৌঁছে দিতে চায় বেঙ্গল ফাউন্ডেশন।
নগরের প্রান্তরে-গ্রামীণ মেঠোপথে, অবসরে-কাজে, উৎসবে-পার্বণে, বিরহে-বিদ্রোহে বাঙালি জীবনের ভাঁজে ভাঁজে যে সুরের সুরভি ছড়িয়ে আছে তাকে বাঁচাতে আজ যথার্থ শ্রোতা ও ক্রেতার বড় প্রয়োজন। একই সাথে প্রয়োজন শিল্পীর প্রাপ্য স্বীকৃতি ও মর্যাদার যথার্থ নিশ্চয়তা বিধান। এই সবগুলো শর্তকে মেনে নিয়েই বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গীত প্রকাশনার সুর বাঁধা।
বেঙ্গল গ্র“প সমর্থিত মুনাফাহীন ট্রাস্ট বেঙ্গল ফাউন্ডেশন মানসম্মত রেকর্ডিং-এ সঙ্গীতের মৌলিকত্ব বজায় রেখে সঠিক মূল্যে বাজারজাত করছে সুন্দর-শুদ্ধ গান। শুদ্ধ সঙ্গীতের সব কয়টি ধারায় আমাদের প্রকাশনা শ্রোতার জন্য আনন্দ ভুবন গড়ে তোলে, সুন্দরকে মুক্ত করে।
বেঙ্গল ফাউন্ডেশন, বাংলাদেশ।
Track List:
  1. Aj sabar ronge rong
  2. Amar jabar bela
  3. Chhaya ghanaichhe
  4. Godhuli gagone meghe
  5. Hriday nandana
  6. Jani nai go sadhon tomar
  7. Kotha hote baje
  8. Mahabishwe mahakashe
  9. Nibiro ghano andhare
  10. Pathe chole jete
  11. Sakol garbo dur kori
  12. Shanti karo borisano
  13. Tomar surer dhara jhare
  14. Tomay notun kore pabo

Enter your keyword