ভর্তির আহ্বান : ধ্রুপদ সেতার, সরোদ ও তবলা

বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সালে যাত্রা শুরু করে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। এই প্রতিষ্ঠানে প্রধান গুরু পণ্ডিত উল্লাস কশলকার (খেয়াল)। এছাড়া প্রশিক্ষণ দিয়ে থাকেন পণ্ডিত সুরেশ তালওয়ালকার (তবলা), পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ), পণ্ডিত কুশল দাস (সেতার), পণ্ডিত উদয় ভাওয়ালকার (ধ্রুপদ) এবং শ্রী দেবাশীষ হালদার (এস্রাজ)।

নির্দিষ্ট বয়সী শিক্ষার্থীরা, যাদের শাস্ত্রীয়সংগীতে মৌলিক শিক্ষা আছে, তারা ধ্রুপদ, সেতার, সরোদ ও তবলাবাদন পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষায় সংগীতপ্রতিভা, শিক্ষাগ্রহণে আগ্রহ ও অঙ্গীকারের ওপর জোর দিয়ে শিক্ষার্থী বাছাই করা হবে। সংগীতালয়ে বিনামূল্যে শিক্ষাদান করা হয়। এছাড়া দুপুরের আহার, প্রয়োজনে যাতায়াতের সুবিধা এবং মেধাক্রমে বৃত্তির সুব্যবস্থা আছে। আসনসংখ্যা সীমিত।

নিবন্ধনের শর্ত :
* ধ্রুপদ – কমপক্ষে ৩/৪টি রাগ জানতে হবে এবং ১০ মিনিট রাগসংগীত গেয়ে শোনাতে
হবে। বয়সসীমা ৫ থেকে ২৫ বছর।
* সেতার ও সরোদ – কমপক্ষে ৩/৪টি রাগ জানতে হবে এবং ১০ মিনিট রাগসংগীত
বাজিয়ে শোনাতে হবে। বয়সসীমা ৫ থেকে ১৮ বছর।
* তবলা – কমপক্ষে ১০ মিনিট তবলা বাজিয়ে শোনাতে হবে। বয়সসীমা ৫ থেকে ২৫ বছর।

নিবন্ধনের শেষ তারিখ ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার

ভর্তি পরীক্ষার জন্য অনলাইন নিবন্ধন করুন
https://bengalfoundation.org/bps-reg.php

পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। নিবন্ধনের পর পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।
যোগাযোগ +৮৮০১৮৪৪০৫০৫৭৪
bengalfoundation.org/bps.php

Enter your keyword