কাইয়ুম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

আজ (৩০ নভেম্বর) বাংলাদেশের প্রথম প্রজন্মের শিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুদিন। তাঁকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
কাইয়ুম চৌধুরী দীর্ঘ ষাট বছরের চিত্র-সাধনা ও চর্চার মধ্য দিয়ে স্বাতন্ত্র্যে উজ্জ্বল এক শৈলী নির্মাণ এবং বিষয়ের গুণে নিজস্ব ভুবন সৃষ্টি করতে সমর্থ হয়েছিলেন। এই সৃজনে ধরা আছে বাংলা ও বাঙালির সংগ্রাম, মানুষের মর্মযাতনা, দুঃখকষ্ট এবং ঐতিহ্যিক প্রবাহ। তিনি বিগত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে অন্তিমকাল পর্যন্ত লব্ধজ্ঞান, অভিজ্ঞতা, উদ্ভাবনী শক্তি দিয়ে এদেশের গ্রন্থের প্রচ্ছদ, সচিত্রকরণ ও মুদ্রণশিল্পকে এমন এক উচ্চস্তরে নিয়ে গেছেন, যা হয়ে উঠেছে বিশ্বমানের, শিল্পসুষমামণ্ডিত ও আধুনিকতার প্রকাশে উজ্জ্বল। তিনি ছিলেন এ দেশের সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ব্যক্তি। তাঁর নানামুখী কর্মে এই আন্দোলন প্রাণিত হয়েছে।

Enter your keyword