Two evenings of music

You are cordially invited to join us for two evenings of music at 6 PM at Bengal Shilpalay, Level 1, House 42, Road 16 (Old 27), Dhanmondi, Dhaka 1209, on 9 and 10 January 2025..

Thursday, 9 January, 6 PM
THUMRI
, Chaiti, Kajri, Sadra and Dhun by vocalists Supriya Das, Avijit Kundu and Sushmita Debnath (Shuchi), along with Shounak Debnath Wreek on the Sarangi and Isra Fuljhuri Khan on the Sarod. The artists will be accompanied on the Tabla by Iftekhar Alom Prodhan and on the harmonium by Bijan Chandra Mistry. The artists are senior Bengal Scholars who have received training at the Bengal Parampara Sangeetalay.

Friday, 10 January, 6 PM
Praner Khela
RABINDRA SANGEET
by Laisa Ahmed Lisa and Tahmid Wasif Reebhu.

৯ ও ১০ জানুয়ারি বেঙ্গল শিল্পালয়ে (লেভেল ১, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা) পরপর দুদিন গানের সন্ধ্যায় আপনাকে সবান্ধব সাদর আমন্ত্রণ।

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, সন্ধ্যা ৬টা – ঠুমরি
প্রথম দিন বৃহস্পতিবার ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ঠুমরি, চৈতি, কাজরি, সাদরা ও ধুন পরিবেশন করবেন কণ্ঠশিল্পী সুপ্রিয়া দাশ, অভিজিৎ কুণ্ডু ও সুস্মিতা দেবনাথ (শুচি), সারেঙ্গি-শিল্পী শৌণক দেবনাথ ঋক এবং সরোদ-শিল্পী ইসরা ফুলঝুরি খান। তাঁদের তবলায় সহযোগিতা করবেন ইফতেখার আলম প্রধান এবং হারমোনিয়ামে থাকবেন বিজন চন্দ্র মিস্ত্রী। শিল্পীরা বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের অগ্রজ স্কলার।

শুক্রবার, ১০ জানুয়ারি, সন্ধ্যা ৬টা – রবীন্দ্রসংগীত
দ্বিতীয় দিন শুক্রবার ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন শিল্পী লাইসা আহমদ লিসা ও তাহমিদ ওয়াসীফ ঋভু।

 

 

 

Enter your keyword