Sunaad – two evenings of classical music

You are cordially invited to ‘Sunaad’, an annual programme of classical music by the students of Bengal  Parampara Sangeetalay, to be held on September 26 and 27, 2024, everyday at 6.30 PM, at Bengal Shilpalay, Dhanmondi.
Bengal Parampara Sangeetalay (a programme of the Bengal Foundation) celebrates its 10th year in 2024. The aim of the Parampara school is to revive the education and practice of classical music in Bangladesh, by making such training accessible to deserving Bangladeshi students, within the country, from an internationally renowned faculty. The programme has over the years, trained and nurtured local talent to form a new generation of emerging talents in the field, as well as train students to become true teachers who will carry forward the shared legacy of classical music in the region.

September 26 and 27, 2024, Thursday & Friday
Everyday at 6.30 PM
Bengal Shilpalay, Level 1 House 42, Road 27/ 16 new, Dhanmondi, Dhaka 1209.

বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশনায় দুদিনব্যাপী বার্ষিক শাস্ত্রীয়সংগীত অনুষ্ঠান “সুনাদ” আয়োজিত হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতি ও শুক্রবার, প্রতিদিন সন্ধ্যা ৬.৩০টায় বেঙ্গল শিল্পালয়ে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার, প্রথম দিন

  • খেয়াল পরিবেশন করবেন সংগীতালয়ের নবীন ছাত্রছাত্রী – শাশ্বত কুমার মন্ডল, মিথীলা ফাল্গুনী মন্ডল, কুমার বিক্রমাদিত্য সরকার, দিব্যশ্রী সাহা, মাহির আজমাইন ইভান, ত্বকী ইয়াসার আইমান, সদ্য মজুমদার। ফাহমিদা নাজনীন ও ধ্রুব সরকার তাদের তবলা ও হারমোনিয়ামে সহযোগিতা করবেন।
  • সোহিনী মজুমদারের সেতার বাদন। তাঁকে তবলায় সংগত করবেন নুসরাত ই জাহান খুশবু।
  • অনিয়া পালের কণ্ঠে খেয়াল। তাঁকে তবলা ও হারমোনিয়ামে সহযোগিতা করবেন আপন বিশ্বাস ও ধ্রুব সরকার।
  • এসরাজ ও সারেঙ্গির দ্বৈত বাদন পরিবেশন করবেন সৌমিত রায় ও নিলয় হালদার। তাঁদের তবলায় সহযোগিতা করবেন ফাহমিদা নাজনীন।
  • টিঙ্কু শীল ধ্রুপদ শোনাবেন। তাঁকে পাখোয়াজ এবং তানপুরায় সংগত করবেন কুমার প্রতিবিম্ব এবং অপূর্ব কর্মকার।
  • সবশেষ সজীব বিশ্বাসের একক তবলা বাদন। তাঁকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন ধ্রুব সরকার।

২৭ সেপ্টেম্বর শুক্রবার, দ্বিতীয় দিন

  • ধ্রুপদ পরিবেশন করবেন সংগীতালয়ের নবীন ছাত্রছাত্রী – অম্বর জন পিউরিফিকেশন, আবৃত্তি মেরি পিউরিফিকেশন, লিলিয়ান অড্রি বিশ্বাস, প্রফুল্ল অংশুমান, প্রথমা রানী সরকার, আয়ূশী সাহা, টিউলিপ নন্দী। তাঁদের পাখোয়াজে সংগত করবেন দেবাদিত্য বণিক।
  • একক সারেঙ্গি বাজিয়ে শোনাবেন শৌণক দেবনাথ ঋক। তাঁকে তবলায় সহযোগিতা করবেন কুমার প্রতিবিম্ব।
  • দিব্যময় দেশ ধ্রুপদ শোনাবেন। তাঁর সঙ্গে পাখোয়াজ ও তানপুরাতে থাকবেন কুমার প্রতিবিম্ব এবং অপূর্ব কর্মকার।
  • তবলায় তিনতাল পরিবেশন করবেন নবীন ছাত্রছাত্রী –  ওম অভ্র চৌধুরী, অপূর্ব জ্যোতি দত্ত, উর্জিত অনূনাদ এবং অর্কিড কস্তা। তাঁদের সঙ্গে হারমোনিয়ামে সংগত করবেন ফাহমিদা নাজনীন।
  • একক খেয়াল পরিবেশন করবেন সুস্মিতা দেবনাথ শুচি। তাঁকে তবলা, হারমোনিয়াম ও তানপুরায় সহযোগিতা করবেন আপন বিশ্বাস, মিরাজুল জান্নাত সোনিয়া এবং অপূর্ব কর্মকার।
  • সবশেষে সরোদ পরিবেশন করবেন ইলহাম ফুলঝুরি এবং ইসরা ফুলঝুরি খান। তবলায় থাকবেন ফাহমিদা নাজনীন।

অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত।

প্রতিদিন সন্ধ্যা ৬.৩০টা
বেঙ্গল শিল্পালয়, লেভেল ১
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯

 

Enter your keyword