Qayyum Chowdhury memorial meet

শিল্পী কাইয়ুম চৌধুরী দীর্ঘ ষাট বছরের নিরলস চিত্রসাধনার মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন এদেশের শীর্ষ শিল্পীদের অন্যতম। বৈচিত্র্যময় শিল্পযাত্রায় চিত্রকলা সৃজনের পাশাপাশি গ্রন্থের প্রচ্ছদ, অলংকরণ, মুদ্রণ পরিপাট্য, আমন্ত্রণপত্র, পোস্টার ও লোগো ডিজাইনসহ নানা ক্ষেত্রে তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
আগামী ৩০ নভেম্বর ২০২৪ শনিবার বিকেল ৫টায় বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর দশম প্রয়াণদিবস উপলক্ষে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত স্মরণানুষ্ঠানে ’মুদ্রণশিল্পের কাইয়ুম চৌধুরী’ শিরোনামে বক্তৃতা করবেন আবুল মনসুর। এ-বিষয়ে আরো বলবেন আনিসুজ্জামান সোহেল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তানিয়া মান্নান
আপনি সবান্ধব আমন্ত্রিত।

স্থান ও সময়
বিকেল ৫টা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭ (পুরাতন)
ধানমন্ডি, ঢাকা ১২০৯

Enter your keyword