Exhibition of works by Kazi Abdul Baset ‘বৃষ্টিতে রোদের কণা’

বরেণ্য শিল্পী কাজী আব্দুল বাসেতের ষাট থেকে নব্বইয়ের দশকের শিল্পকর্ম নিয়ে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হয়েছে ‘বৃষ্টিতে রোদের কণা’ শিরোনামের প্রদর্শনী। বেঙ্গল আর্টস প্রোগ্রাম আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন হয় ৮ নভেম্বর ২০২৪।

বাংলাদেশের আধুনিক চিত্রকলার জগতে কাজী আব্দুল বাসেত (১৯৩৫-২০০২) একজন অগ্রগণ্য শিল্পী। তিনি ছিলেন শিল্প-নিমগ্ন ও নিভৃতচারী। আধুনিকতা ও জীবনের বহুতল অনুষঙ্গের উপস্থিতি তাঁকে চালিত করেছিল বাস্তবধর্মী নিসর্গচিত্র থেকে মানব-অবয়বধর্মিতা, আধা-বিমূর্ত ও বিমূর্ত ধারার ব্যঞ্জনাময় নিরীক্ষায়। দেশীয় ঐতিহ্যের শেকড়ে অবগাহন করে স্বকীয় এক চিত্রভাষা সৃষ্টিতে সমর্থ হয়েছিলেন তিনি। ষাটের দশকের আধুনিক চিত্রকলা-আন্দোলনে দেশজ নান্দনিকতাকে তিনি নবমাত্রা দিয়েছেন। আমরা আশা করছি, এই প্রদর্শনীর মধ্য দিয়ে আপাত বিস্মৃত এই শিল্পী নবীন প্রজন্মের কাছে নবরূপে প্রকাশিত হবেন।

অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত।

শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ বিকেল ৫.৩০টা
প্রদর্শনী চলবে ৯ জানুয়ারি ২০২৫, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত, রোববার ছাড়া
কামরুল হাসান প্রদর্শনশালা, লেভেল ১, বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা

Kazi Abdul Baset (1935–2002) was a deeply reflective artist whose work evolved from realistic landscapes to figurative forms and abstraction, influenced by modernity and life’s complexities. His paintings often evoke a sense of quiet contemplation, with nature as a recurring theme. After returning from abroad in 1964, Baset shifted from representational art to explore angular, geometric forms and semi-cubist abstraction.

We celebrate his legacy with the exhibition ‘Brishtite rowder kona’ (Specks of sunlight in the rain), showcasing works from the 1960s to 1990s from private collections, aiming to reintroduce this visionary artist to contemporary audiences. The exhibition is on view until 9 January 2025, from 4 to 8 PM everyday except on Sundays.

Enter your keyword