প্রাণের খেলা – মিতা হক স্মরণে

গত তিরিশ বছর নানা আসর ও অনুষ্ঠানের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন গানের ডালি পৌঁছে দিয়েছে শ্রোতার কাছে। ২০২০ সালে সব থেমে যায়। শোক, বিচ্ছিন্নতা ও অবসাদের অন্ধকারে  কবিতা-সাহিত্য-শিল্প-সংগীতের খোলা দ্বার আমাদের অপরিহার্য আশ্রয় হয়ে ওঠে । সামনাসামনি বসে গান শোনার অন্তরঙ্গ অনুভূতি পুনসঞ্চার করার প্রয়াসে বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত ‘প্রাণের খেলা’-র ৫৯তম পর্ব প্রচারিত হচ্ছে ডিজিটাল মাধ্যমে। বেঙ্গল ফাউন্ডেশনের  ইউটিউব চ্যানেলে শনিবার ২৯ মে রাত ৯টায় পর্বটি প্রচার করা হবে।
প্রিয় শিল্পী মিতা হক (১৯৬২-২০২১) সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে ব্যথিত। তিনি জীবনে ধারণ করেছিলেন রবীন্দ্রনাথের দর্শন, গানে সমর্পিত ছিলো ওঁর জীবন। সেমন্তী মঞ্জরী ও বুলবুল ইসলামের স্বকীয় রবীন্দ্র-গায়নশৈলীতে প্রোজ্জ্বল ‘প্রাণের খেলা’-র এ-আসরের যত গান, যত কথা মিতা হককে স্মরণ করে।

Enter your keyword