নজরুলের কবিতা ও গান এর আসর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে দুইদিনব্যাপি ‘নজরুলের কবিতা ও গান’ -এর আসর। প্রথম দিন ২৩ মে বৃহস্পতিবার কবিতা পাঠ করে শোনাবনে মহিউদ্দিন শামীম। সেদিন নজরুলসংগীত পরিবেশন করবেন বিজন চন্দ্র মিস্ত্রী। দ্বিতীয় দিন ২৪ মে শুক্রবার ইয়াসমিন মুশতারীর একক নজরুল সন্ধ্যা। অনুষ্ঠান আয়োজিত হবে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে, প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ টায়।
আপনি সবান্ধব আমন্ত্রিত।
২৩ মে বৃহস্পতিবার
শামীম মহিউদ্দিন
বিজন চন্দ্র মিস্ত্রী
২৪ মে শুক্রবার
ইয়াসমিন মুশতারী
প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ টা
বেঙ্গল শিল্পালয় লেভেল ৩
বাড়ি ৪২ সড়ক ২৭ ধানমন্ডি ঢাকা