বসন্ত বৈঠক
বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের নিয়মিত আয়োজন “বসন্ত বৈঠক” অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার ১ মার্চ সন্ধ্যা ৬.৩০টায়।
প্রথমে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন সুদর্শন দাশ। তাঁকে তবলায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করবেন যথাক্রমে ফাহমিদা নাজনীন ও অপূর্ব কর্মকার। তানপুরায় থাকবেন অর্ণব সরকার। এরপর তবলায় একক বাদন পরিবশেন করবেন প্রাণেশ বসাক। তাঁর সঙ্গে হারমোনিয়াম বাজাবেন ধ্রুব সরকার। সবশেষে দেশ রাগে সেতার পরিবেশন করবেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)। তাঁকে তবলায় সহযোগিতা করবেন ফাহমিদা নাজনীন।
অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত।
সন্ধ্যা ৬.৩০টা, শুক্রবার
১ মার্চ ২০২৪
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯