শিল্পী সুলতানের উত্তরাধিকার: কল্পনা, সৌন্দর্য ও সহজ মানুষের উত্থানের রাজনীতি
শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী আগামী ১০ আগস্ট। এই উপলক্ষে ‘জন্মশতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটি’র উদ্যোগে ও বেঙ্গল ফাউন্ডেশনের সহায়তায় আগামী ৯ আগস্ট ২০২৫, শনিবার, একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে ‘শিল্পী সুলতানের উত্তরাধিকার: কল্পনা, সৌন্দর্য ও সহজ মানুষের উত্থানের রাজনীতি’ শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করবেন ড. শাহমান মৈশান। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আব্দুস সাত্তার, অধ্যাপক আবুল মনসুর, শিল্পী মুস্তফা জামান এবং অধ্যাপক আজহারুল ইসলাম শেখ। এছাড়া স্মৃতি রোমন্থন করবেন শিল্পসংগ্রাহক আবুল খায়ের ও শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
আপনি সবান্ধব আমন্ত্রিত।
বিস্তারিতঃ
বিকেল ৪.৩০ মি, শনিবার ৯ আগস্ট ২০২৫
বেঙ্গল শিল্পালয়, লেভেল ১, বাড়ি ৪২
সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯