The 2nd Night of the Bengal Classical Music Festival 2015 ends with bespoke performances
Press Release
The 2nd night of Bengal Classical Music Festival 2015 witnessed some of the remarkable performances of vocals and instrumentals at Army Stadium, Dhaka.
The first performance was Dhrupad by Avijit Kundu, a student of Bengal Parampara Sangeetalay, under the guidance of Pandit Uday Bhawalkar. Pratap Awad accompanied him with Pakhawaj. He performed Raaga Bhopali. The festival memento was handed over to him by his guru Pandit Uday Bhawalkar.
The next artiste was Jayanthi Kumaresh. She played Saraswati veena, an instrument played for the first time in this festival. R Sankaranarayanan accompanied her with Pakhwaj and S Krishnaswamy in Ghatam. At first she performed a composition of Swami Tyag Raaz in Aadi Taal, the name of the Raaga is Kaamvardhini. Mrs. Mohua Khair handed over the festival memento to the artiste.
The 3rd performers of tonight were Khayal by Susmita Debnath, a student of Bengal Parampara Sangeetalay under the guidance of Pandit Ulhas Kashlakar from; with her on stage were Iftekhar Alam Prodhan in Tabla and Bizon Chandra Mistry in Harmonium. She performed Behagi Khayal and Tarana. The festival memento was handed over to her by Sanjeevani Kashlakar.
The next artiste, Pandit Uday Bhawalkar is renowned as a standard-bearer of Dhrupad. He performed Dhrupad in Raaga Yaman and Adana. Pratap Awad accompanied him with Pakhawaj. The festival memento was handed over to him by the vice chairperson of Square group Mrs. Ratna Patra.
The next performance was a Tabla and Pakhawaj ensemble by Pandit Suresh Talwalkar, a renowned tabla artistes and a guru at Bengal Parampara Sangeetalay. He started his performance with Jhap Taal. After that he performed Ustad Allah Rakha Khan’s Kaida, Chakradar tehai and Loy Taal Murchona. Then he performed Taal Tritaal in Raaga Sohini. His accompanists were Savani Talwalkar in Tabla; Omkar Dalvi in Pakhawaj; Vinay Ramadasan in vocal and Ajay Joglekar in Harmonium.
The festival memento was handed over to him and his team by AKM Mozammel Haque, Liberation War Affairs Minister.
Following that was a performance of the flautist Ronu Majumder. He performed Raaga Bageshri Alap Bandish. Then Pandit Balmurali Krishna performed a Bandish written by him in Nata Raaga. The duet performance of Dr. Krishna and Ronu Majumdar was Raaga Abhogi Kanada. The last performance was Thillana in Raaga Kadanakuthoohalam. The duo has following accompanists: Abhijit Banerjee in Tabla; Dr. K. Krsihnakumar as Support vocal; BV Raghavendra Rao in violin; M N Subramanian with Mridangamand Utpal Roy in Tanpura. The festival memento was handed over to Dr. Krishna by Sheikh Hafizur Rahman, Secretary of Bangabandhu Memorial Trust. Chairman of Bengal Foundation Abul Khair gave the festival memento to Ronu Majumdar. The accompanists were also given the mementoes.
Esraj performance by Shubhayu Sen Majumdar with Abhijit Banerjee in Tabla was the 7th performance of the night. The artiste performed Raaga Malkaush and Khamaj. Talha Bin Ali was on Tanpura. The festival memento was handed over to him by Samia Zaman, Chief Executive Officer of Channel 71.
Curtains fall of the 2nd night of the BCMF 2015 with a bespoke Khayal performance by Ajoy Chakrabarty. The Padma Shri recipient artists performed Raaga Bairagi. He also sang a Bengali song “Jamini holo je bhor” in Mixed Raaga Jogiya. With him, on the Tabla was Satyajit Talwalkar; on Harmonium Ajay Joglekar and on vocal support Anal Chatterjee.
The festival memento was handed over to him by Asaduzzaman Noor, MP, Minister of Cultural Affairs, Bangladesh. Anal Chatterjee too received a memento from the minister.
The following day’s event will start at 7pm and continue till 5am in the morning. The third day will include performances by Warda Rihab (Manipuri Dance), Ustad Wasif Dagar (Vocal Dhrupad), Yousuf Khan (Sarod), Dr. N Rajam (Violin), Vidushi Shruti Sadolikar (Vocal Khayal), Kadaikudi Mani (Carnatic ensemble) and Vidushi Shubha Mudgal (Vocal Khayal).
The audience can enjoy quality food and beverages at the festival from various stalls. There are stalls offering ICE Media magazines and books published by Bengal Publications, Daily Star Books and Prothoma. Aranya, Bengal Café, the Bengal Film Development Forum and BRAC Bank ATMs are also present at the festival grounds. Journalists should be pleased to find the WiFi zone just for them.
The festival is being organized by Bengal Foundation and presented by Square group, supported by BRAC Bank Ltd, powered by Robi Axiata Ltd. ICE Today, ICE Business Times, Bengal Barota are the media partners, with Maasranga TV (Bangladesh) as the broadcast partner. Le Meridien Dhaka is the hospitality partner; Bengal Parampara Sangeetalay and Bengal Digital are associating the event. Overall support provided by Perfect Harmony Production Singapore along with Blues Communications in charge of event management.
For the last three years, the Bengal Classical Music Festival has been the largest classical music event in the subcontinent showcasing performances from over two hundred classically trained singers and dancers. With the goal to popularize and perpetuate the practice of classical music, this festival will go on till December 2nd. The event is dedicated to the late artist, Qayyum Chowdhury.
- Ajoy Chakrabarty

- Balmurali Krishna

- Ronu Majumdar

- Shubhayu Sen Majumdar

- Suresh Talwalkar

- Uday Bhawalkar

Photo Courtesy: Bengal Foundation
শেষ হলো বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫-
এর দ্বিতীয় দিনের আয়োজন পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় ২৮ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় বনানীর আর্মি স্টেডিয়ামে। শুরুতেই ধ্রুপদ পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থী অভিজিৎ কুণ্ডু। তিনি রাগ ভূপালি পরিবেশন করেন। তাকে পাখওয়াজে সঙ্গত করেন প্রতাপ আওয়াদ। শিল্পীকে উৎসব স্মারক তুলে দেন পরম্পরা সংগীতালয়ে তার গুরু পণ্ডিত উদয় ভাওয়ালকর। এরপর সরস্বতী বীণা পরিবেশন করেন জয়ন্তী কুমারেশ। শিল্পীকে পাখওয়াজে সহযোগিতা করেন আর শংকরানারায়ণন এবং ঘটমে এস কৃষ্ণস্বামী। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে এবারই প্রথম সরস্বতী বীণা পরিবেশিত হলো। তিনি প্রথমে কামবর্ধিনী রাগে আদি তালে নিবদ্ধ স্বামী ত্যাগ রাজের একটি কম্পোজিশন বাজিয়ে শোনান। তারপর দক্ষিণ ভারতীয় ধারার কাফি ও বেহাগ পরিবেশন করেন তিনি। শিল্পীর হাতে উৎসব স্মারক তুলে দেন মহুয়া খায়ের। এরপর খেয়াল পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থী সুস্মিতা দেবনাথ। তিনি বেহাগ রাগে খেয়াল ও তারানা পরিবেশন করেন। সুস্মিতা দেবনাথকে তবলায় সহযোগিতা করেন ইফতেখার আলম প্রধান এবং হারমোনিয়ামে বিজন চন্দ্র মিস্ত্রী। শিল্পীর হাতে উৎসব স্মারক তুলে দেন সঞ্জীবনী কশলকর। পরবর্তী পরিবেশনা ছিলো পণ্ডিত উদয় ভাওয়ালকার এর। তিনি রাগ ইমন ও আড়ানায় ধ্রুপদ পরিবেশন করেন। তাকে পাখওয়াজে সঙ্গত দেন প্রতাপ আওয়াদ। পণ্ডিত উদয় ভাওয়ালকারের হাতে উৎসব স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র। এরপর ছিলো পণ্ডিত সুরেশ তালওয়ালকারের একক তবলা পরিবেশনা। তিনি প্রথমে ঝাঁপতাল ও ওস্তাদ আল্লারাখা খানের একটি কায়দা বাজান। তারপর চক্রদার তেহাই, লয় তাল মূর্ছনা বাজিয়ে শোনান। সোহিনী রাগে ত্রিতাল পরিবেশনের মাধ্যমে পণ্ডিত সুরেশ তালওয়ালকার শেষ করেন তার পরিবেশনা। শিল্পীর সঙ্গে তবলায় ছিলেন তাঁর কন্যা সাওয়ানি তালওয়ালকার, পাখাওয়াজে ওঙ্কার দেলভি, কণ্ঠসংগীতে ভিনায় রামাদাসান এবং হারমোনিয়ামে অজয় যোগলেকার। পরিবেশনা শেষে শিল্পীদের হাতে উৎসব স্মারক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরপরের পরিবেশনা ছিলো ড. বালমুরালী কৃষ্ণের কর্ণাটকি সংগীত। তার সঙ্গে বাঁশিতে ছিলেন পণ্ডিত রণু মজুমদার। প্রথমে রণু মজুমদার মঞ্চে ওঠেন। তিনি রাগ বাগেশ্রী আলাপ বন্দিশ পরিবেশন করেন। তারপর দর্শকদের করতালির মধ্য দিয়ে মঞ্চে আসেন ড. বালমুরালী কৃষ্ণ। তিনি নট রাগে স্বরচিত বন্দিশ পরিবেশন করেন। এরপর শিল্পীদ্বয়ের যুগলবন্দীতে ছিলো রাগ আভোগী কানাড়া ও কদনকুতুহলম রাগে তিল্লানা পরিবেশন। শিল্পীদের সঙ্গে তবলায় সঙ্গত করেন পণ্ডিত অভিজিৎ ব্যানার্জী। কন্ঠসংগীতে সহযোগিতা করেন ড. কে. কৃষ্ণাকুমার, বেহালায় বিভি রাগাভেন্দ্র রাও, মৃদঙ্গমে এম এন সুব্রমানয়াম এবং তানপুরায় উৎপল রায়। পরিবেশনা শেষে শিল্পীদের হাতে উৎসব স্মারক তুলে দেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সচিব হাফিজুর রহমান এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। পরবর্তী পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন শুভায়ূ সেন মজুমদার। তিনি এস্রাজে রাগ মালকোশ এবং রাগ খাম্বাজ পরিবেশন করেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন পণ্ডিত অভিজিৎ ব্যানার্জী এবং তানপুরায় তালহা বিন আলি। পরিবেশনা শেষে একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী সামিয়া জামান শিল্পীর হাতে উৎসব স্মারক তুলে দেন। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫ এর দ্বিতীয় রাতের শেষ পরিবেশনা ছিলো পণ্ডিত অজয় চক্রবর্তীর। তিনি রাগ বৈরাগী ও মিশ্র যোগিয়া রাগে বাংলা গান ‘যামিনী হলো যে ভোর’ পরিবেশন করেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন সত্যজিৎ তালওয়ালকার, হারমোনিয়ামে অজয় যোগলেকার এবং কণ্ঠসংগীতে সহযোগিতা করেন অনল চ্যাটার্জী। পরিবেশনা শেষে শিল্পীর হাতে উৎসব স্মারক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এম পি। আগামীকাল তৃতীয় দিনের উৎসব শুরু হবে সন্ধ্যা ৭টায়। চলবে পরদিন ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত। তৃতীয় দিনের উৎসবে অংশ নেবেন ওয়ার্দা রিহাব ও তার দল (মনিপুরি নৃত্য), ওস্তাদ ওয়াসিফ ডাগর (ধ্রুপদ), ইউসুফ খান (সরোদ), ড. এন রাজম (বেহালা), বিদুষী শ্রুতি সাদেলিকর (খেয়াল), গুরু কড়াইকুডি মানি (মৃদঙ্গ) ও বিদুষী শুভা মুডগাল (খেয়াল)। সংগীত উপভোগ করার পাশাপাশি শ্রোতাদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা রয়েছে উৎসব প্রাঙ্গণে। এছাড়া বিভিন্ন স্টলে পাওয়া যাবে আইস মিডিয়ার ম্যাগাজিন, বেঙ্গল পাবলিকেশনস এর বই ও বেঙ্গল মিউজিক কোম্পানির সিডি। রয়েছে ডেইলি স্টার বুকস এবং প্রথমা। অনুষ্ঠান প্রাঙ্গণে আরো রয়েছে অরণ্য, বেঙ্গল ক্যাফে, বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। আছে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ। সাংবাদিকদের জন্য রয়েছে ওয়াইফাই জোন। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫- এর নিবেদক স্কয়ার গ্রুপ। আয়োজন সমর্থন করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। উৎসব পাওয়ারড বাই রবি আজিয়াটা লিমিটেড। অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। মিডিয়া পার্টনার আইস বিজনেস টাইমস, আইস টুডে ও বেঙ্গল বারতা। আতিথেয়তা সহযোগী হিসেবে আছে লা মেরিডিয়ান ঢাকা। সহযোগিতায় বেঙ্গল পরম্পরা সংগীতালয় ও সৌজন্যে বেঙ্গল ডিজিটাল। সার্বিক সহযোগিতায় পারফেক্ট হারমনি প্রোডাকশন, সিঙ্গাপুর। ইভেন্ট ব্যবস্থাপনা ব্লুজ কমিউনিকেশনস। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীকে। গত তিন বছর ধরে আয়োজিত বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব শিল্পী ও দর্শকদের অংশগ্রহণের নিরিখে এরই মধ্যে এই উপমহাদেশের তথা বিশ্বের সর্বাধিক বড় পরিসরের উচ্চাঙ্গসংগীতের আসর হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রায় দুইশ জন সংগীত ও নৃত্যশিল্পী এবার অংশ নিচ্ছেন আয়োজনে। ছবিঃ বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে