জন্ম ৮ জুন, বরগুনা জেলার আমতলীর নীমতলী গ্রামে। শৈশব থেকেই কীর্ত্তন শুনে গানের প্রতি আগ্রহ জন্মে, বৌদির গান শুনে ও বাবা মার অনুপ্রেরনায় সঙ্গীতে প্রবেশ। ১৯৯৪ সনে অঞ্জলী বিশ্বাস ও মনিন্দ্র বিশ্বাসের সহযোগীতায় বরগুনার যতীন মজুমদারের কাছে শুদ্ধ সঙ্গীতে হাতেখড়ি এবং পন্ডিত গোপী মোহন কর্মকারের কাছে রাগ সঙ্গীতে তালিম নেন। এইচ,এস, সি পরীক্ষার পরে ঢাকাতে এসে বিজয় চন্দ্র সরকারের সহোযোগিতায় ১৯৯৬ সনে সরকারী সঙ্গীত মহাবিদ্যালয় এবং ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে নজরুল সঙ্গীত বিভাগে ভর্তি হন এবং নজরুলের গানের তালিম নেন সুমন চৌধুরীর কাছে। ১৯৯৭ সনে বি.মিউজ পাশ করেন। মিউজিক কলেজে সঙ্গীতে তালিম নেন শ্রদ্ধেয় শিক্ষক খালিদ হোসেন ,শামীমা পারভীন, সাদি মহম্মদ, ইন্দ্রমোহন রাজবংশী ও জহীর আলীমের কাছে ছায়ানটে গান শেখেন, খায়রুল আনাম শাকিল, শাহীন সামাদ, সেলিনা হোসেনের কাছে। শুদ্ধ সঙ্গীত তালিম নিয়েছেন রেজোয়ান আলী লাভলু ,অনুপ বড়ুয়া, সতীন্দ্র নাথ হালদার,পুলক গুপ্তের কাছে, ধ্রুপদে তালিম নেন ড. মিন্টু কৃষ্ণ পালের কাছে । তাছাড়া বেঙ্গল ফাউন্ডেশনের গুরু পরম্পরা শাস্ত্রীয় সংগীত শিক্ষা কার্যক্রমে উপমহাদেশের বিখ্যাত ওস্তাদ মসকুর আলী খান ও বিদুষী শান্তি শর্মার কাছে তালিম গ্রহণ করেন। ইন্ডিয়া হাইকমিশনের বৃত্তি নিয়ে পন্ডিত সারথী চ্যাটার্জী, সুলোচনা বৃহস্পতি ও সরায়ু কালেকরের কাছে। ২০০১ সনে ছায়ানটের পাচঁ বছরের নজরুল সঙ্গীতেকোর্স সম্পন্ন করেন এবং সাথে সাথে শিক্ষক হিসেবে নিয়োগ পান । এ ছাড়া নজরুল ইন্সটিটিউট থেকে বিশেষ কোর্স সম্পন্ন করেন ২০০১ সনে । ২০০৪ সনে কমিটমেন্ট প্রডাক্ট থেকে ‘ঠাঁই যেন পাই চরণে’ অ্যালবাম প্রকাশিত হয় । ২০০৬ সনে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে অনার্সে প্রথম মান ও মাষ্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। বর্তমানে ছায়ানটের উচ্চাঙ্গ সঙ্গীত বিভাগে অসিত দের কাছে তালিম নিচ্ছেন। বাংলাদেশ বেতারে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতের বিশেষ শ্রেণীর শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের নজরুল সঙ্গীতের শিল্পী হিসেবে তালিকাভুক্ত। বর্তমানে ছায়ানটের শিক্ষক হিসেবে নিয়জিত আছেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্থাপত্য বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া নজরুল সঙ্গীতে বিশেষ কৃতিত্ত্বের জন্য নজরুল একাডেমী থেকে পেয়েছেন নবীন ও প্রতিশ্রুতিশীল নজরুল শিল্পী প্রকল্প স্বীকৃতি পুরস্কার-২০০৯। ২০১২ সনে এম.এস.এল. প্রোডাক্ট থেকে নজরুলের শ্যামা সঙ্গীত নিয়ে ‘মাটির প্রতিমা’ ও পুজার গানের অ্যালবাম‘শক্তিময়ী মা’ বের হয়েছে । ২০১২ সনে শ্রেষ্ঠ কন্ঠশিল্পী পুরষ্কার আর টিভি ডায়মন্ড ওয়ার্ল্ড এ্যাওয়ার্ড অর্জন করেন । ইমপ্রেস টেলিফিল্মের নজরুলের গল্প অবলম্বনে তৈরি চলচিত্র ‘প্রিয় তুমি সূখী হও’ চলচিত্রে প্লেব্যাক করার সুযোগ লাভ করেন। ২০১৮ সালে বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে ‘বনে বনে লাগলো দোল’ শিরোনামে নজরুলসংগীতের একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
