রাধারমনের গান: রাধারমণ দত্তের জন্ম ২৫ মে ১৮৩৩ সালে সিলেটের জগন্নাথপুর উপজেলায়। তিনি ঐতিহ্যবাহী সিলেটি ধামাইল সংগীত সুরকার ও গীতিকার। মুত্যু ১৯১৫।
গানের তালিকা:
- জলে যাইয়ো না গো রাই
- আমি কৃষ্ণ কোথায় পাই
- শ্যাম তুমি আও না কেনে
- আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে
- বিপদ ভঞ্জন মধুসূধন নামটি
- এমন মায়ার কান্দন আর কাইন্দো না
- শ্যাম দেও আনিয়া বৃন্দে
- যাও রে ভ্রমর উড়িয়া
- আমারে বন্ধুয়ার মনে নাই
- ভ্রমর কইয়ো গিয়া