Tomay Amay Mile

আনিসুল হক: শিল্পী শিমু দের ‘তোমায় আমায় মিলে’ সার্থকনামা। একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে। এই অ্যালবামে রবীন্দ্রনাথের প্রেমের গান আছে, পূজার গান আছে, রবীন্দ্রসংগীতে প্রেম আর পূজা যে মিলেমিশে থাকে, তাও আমরা জানি। শিমু দের এই গানগুলোয় বাণী আর সুর একাকার; সংগীত আয়োজন আর শিল্পীর পরিবেশনা মিলেমিশে গড়ে উঠেছে এক অপূর্ব শিল্পসৃষ্টি। গানের সঙ্গে মিশে গেছেন শিল্পী, তাঁর সঙ্গে মিলে মিশে যাবেন শ্রোতারা। হিমাদ্রী শেখরের যন্ত্রানুষঙ্গ পরিচালনায় এই আয়োজন হয়ে উঠেছে অপরূপ। অভিবাদন, শিল্পী শিমু দে।
গানের তালিকা:
১.         পুরানো জানিয়া চেয়ো না
২.        কেন আমারে পাগল করে যাস
৩.        কে বসিলে আজি হৃদয়াসনে
৪.         মাঝে মাঝে তব দেখা পাই
৫.        ফুল বলে, ধন্য আমি মাটির ’পরে
৬.        আমি তোমায় যত শুনিয়েছিলেম গান
৭.         যাবার বেলা শেষ কথাটি যাও বলে
৮.        তোমার হল শুরু, আমার হল সারা

Enter your keyword