Alok Malar Saje আমি যে আর সইতে পারি নে বাজিল, কাহার বীণা মধুর স্বরে আজি এ নিরালা কুঞ্জে আমার অঙ্গ-মাঝে বাজাও রে মোহন বাঁশি ওগো কিশোর, আজি তোমার দ্বারে পরান মম জাগে দূরদেশী সেই রাখাল ছেলে দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে আমার একটি কথা বাঁশি জানে