লোকসংগীত শিল্পী নাদিরা বেগমের প্রয়াণে আমরা শোকাহত
বিশিষ্ট লোকসংগীত শিল্পী নাদিরা বেগমের প্রয়াণে আমরা শোকাহত। তিনি ষাট ও সত্তরের দশকে রেডিও ও টেলিভিশনে লোকগীতি ও ভাওয়াইয়া পরিবেশন করে জনপ্রিয় হন। পারিবারিক সূত্রেই নাদিরা বেগমের সংগীতে হাতেখড়ি। তাঁর বাবা ‘কল কল ছল ছল নদী করে টলমল’ গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজ। লোকগানে অবদানের জন্য ২০১৫ সালে নাদিরা বেগম বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন। নাদিরা বেগম ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সরকারি প্রতিনিধির সদস্য হিসেবে নাদিরা বেগম চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, মিশরসহ বিভিন্ন দেশে ভাওয়াইয়া গান পরিবেশন করে সমাদৃত হয়েছেন।
বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিভা অন্বেষণ কর্মসূচি বেঙ্গল বিকাশ (২০০৫-২০০৬)-এর তিনি অন্যতম বিচারক ছিলেন।