আনিসুজ্জামান স্মরণসভা

অধ্যাপক আনিসুজ্জামান ছিলেন বাংলাদেশের অন্যতম ধীমান গবেষক, শিক্ষাব্রতী, অসাম্প্রদায়িক চেতনা প্রসারে অগ্রণী ব্যক্তিত্ব ও একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ-আন্দোলনের সহযাত্রী। তিনি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি, কালি ও কলম পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং আমাদের সকল কর্মের সহযাত্রী ও প্রেরণাদাতা।

জাতীয় ও সামাজিক সংকটকালে নির্ভীক নেতৃত্বের দায় বহনকারী আনিসুজ্জামান ২০২০ সালের ১৪ মে পরলোকগমন করেন। এ বছর, ২০২৪ সালের ১৪ মে, তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী।

অধ্যাপক আনিসুজ্জামানের জীবন ও কর্মের স্মরণে আগামী ১৪ মে ২০২৪-এ একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে আলোচক হিসেবে থাকবেন ১৯৬৬-৬৭ সময়কালে ডাকসুর ভিপি এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি মাহফুজা খানম এবং কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ।

এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।

সন্ধ্যা ৬টা মঙ্গলবার ১৪ মে ২০২৪
লেভেল ৩, বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা

Enter your keyword