Living Colours and Dancing Lines

Bengal Gallery of Fine Arts was delighted to host, “Living Colours and Dancing Lines”, an exhibition of prints, watercolours and works in mixed media, by the internationally acclaimed artist Monirul Islam who resides in Spain. Justice Muhammad Habibur Rahman, former Chief Adviser of the caretaker government, had kindly consented to inaugurate the exhibition. Eminent artist Professor Emeritus Mohammad Kibria and H. E. Mr. Arturo P.

আন্তর্জাতিক শিল্প অঙ্গনে সুপরিচিত এবং খ্যাতিমান, নিত্যনব উদ্ভাবনী শক্তিতে বলীয়ান শিল্পী মনিরুল ইসলাম দীর্ঘদিন থেকে স্পেন-প্রবাসী; কিন্তু শেকড়ের টানে বারংবার ফিরে আসেন নদী ও শ্যামল নিসর্গঘেরা বাংলাদেশে। তাঁর কাজ বিশেষত ছাপাই ছবিতে করণকৌশল, পরিশীলিত আবেগ এবং সূক্ষ্ম অনুভূতিময় যে-জগতের সন্ধান পাওয়া যায়, তা চিত্রানুরাগীদের হৃদয় ও মনে স্থায়ী আসন রেখে যায়। তিনি নিরন্তর কর্মযজ্ঞে মেতে রং এবং রেখার সমন্বয়ে বর্ণময় ও বিভাময় যে-জগৎ সৃষ্টি করেন তা আমাদের অভিজ্ঞতার সীমানাকে বিস্তৃত করে। তাঁর অভিব্যক্তি আর উন্মোচন হয়ে ওঠে কাব্যগুণে সমৃদ্ধ এবং ছন্দোময়। জল ও মিশ্রমাধ্যমে মনিরুল ইসলাম আশ্চর্য সাফল্য অর্জন করেছেন। ছাপাই ছবির মতো মনিরুল ইসলাম এ দুটি মাধ্যমেও কৃতবিদ্য এবং তাঁর সৃষ্টি দ্যুতিময়। তাঁর শিল্পস্বরূপ ও অভিব্যক্তিকে উপলব্ধির জন্য এ সৃষ্টিগুচ্ছেরও ভিন্ন মর্যাদা আছে। মনিরুল ইসলামের সৃষ্টি ও সৃজনের এই বৈভব আশ্চর্য সংবেদনময়। বাস্তবের প্রতিভাস, দিগন্ত এবং প্রান্তর, নিসর্গের অন্তর্নিহিত সৌন্দর্য, নদী ও সমুদ্রের বিস্তার তাঁর সৃষ্টিকে করে তোলে গহনতাসঞ্চারী। এই বিষয়গুলোর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের হৃদয়কে ছুঁয়ে যান। রেখা ও রঙের বিন্যাস তাঁর সৃষ্টিতে গভীর ব্যঞ্জনা সৃষ্টি করে। আমরা তাঁর ভুবনে পর্যবেক্ষণ করি তাঁর আন্তর্জাতিকতাবোধ, সৃষ্টির উৎকর্ষ, দক্ষতা এবং অভিজ্ঞতার এক বৃহত্তর পরিসর। এই বৈশিষ্ট্যই মনিরুল ইসলামকে আন্তর্জাতিক শিল্পভুবনে বিশিষ্ট করেছে। তাঁর যে-কোনো প্রদর্শনী বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকেও করে তোলে সমৃদ্ধ। বেঙ্গল গ্যালারি আয়োজিত

Date: 24.11.2008 – 12.06.2008
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation

Enter your keyword