Image of Nature

Bengal Gallery of Fine Arts hosted a solo art exhibition titled, “Image of Nature” featuring the works of artist Khurshid Alam Saleem who resides in New York. The show opened on 18 July 2008 at 6 pm, at Bengal Shilpalaya. H. E. Mr. Abd Malek bin Abdul Aziz, High Commissioner of Malaysia in Bangladesh, was present as the Chief Guest and inaugurate the exhibition while eminent artist Rafiqun Nabi and Mr. M. M. Shaheen, Chairman, Board of Editors, Thikana, New York, were present as special guests.

খুরশিদ আলম সেলিম দীর্ঘদিন থেকে বসবাস করছেন নিউইয়র্কের লং আইল্যান্ডে। সন্নিকটেই সমুদ্র এবং নিসর্গের আশ্চর্য বিস্তার। তাঁর নির্মাণের মনোভূমিতে সৃষ্টির এই দুটি বিষয় খুবই আগ্রহসঞ্চারী অনুভব নিয়ে প্রকাশিত হয়ে চলেছে। সেজন্য তাঁর সৃজন-উদ্যোগের মধ্যে আমরা পর্যবেক্ষণ করি প্রকৃতির নানা দিকের উন্মোচন ও বিন্যাস। প্রকৃতির মধ্যে তিনি খুঁজে পেয়েছেন মনোলীন সিম্ফনি এবং চিত্র সৃষ্টির অনুষঙ্গ। প্রকৃতিই হয়ে ওঠে তাঁর নির্মাণ ও সৃষ্টির প্রধান চালিকাশক্তি। প্রকৃতির পরিসর তাঁর সৃজনে নানা দৃষ্টিভঙ্গি নিয়ে উন্মোচিত হয়েছে। আশির দশকের অন্তিম পর্যায় থেকে তিনি বসবাস করছেন আমেরিকায়। তাঁর মানসযাত্রায় প্রকৃতির নানা সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়াবলি অন্বেষণের সেই যে যাত্রা শুরু হয়েছিল, তা আজও অব্যাহত আছে। এই প্রদর্শনীতে তার কিছু নিদর্শন আছে। ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে অধ্যয়ন শেষে কিছুদিন চাকরি করেন শিল্পকলা একাডেমীতে। পরবর্তীকালে চিত্রকলায় উচ্চতর শিক্ষাগ্রহণ করেছেন তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে। এর ফলে চারুশিল্পের বৃহত্তর ভুবনে ও বহুমাত্রিক সংস্কৃতির পরিমণ্ডলে তাঁর অবগাহন হয়েছে। তিনি পরিগ্রহণ করেছেন এই আন্তর্জাতিক বোধ ও মনন থেকে -, নিজেকে প্রকাশ করে চলেছেন এই সাংস্কৃতিক আবহের প্রাসঙ্গিক অর্জনকে করোটিতে ধারণ করে। যে-কোনো সৃজনশীল মানুষের জন্য সাংস্কৃতিক অভিব্যক্তির বহুকৌণিক অভিব্যক্তি, ঐতিহ্য ও আধুনিকতার বোধ উদ্দীপন-বিভাব নির্মাণ করে। সেলিমের ক্ষেত্রেও তাঁর ব্যত্যয় হয়নি। তিনি উদ্দীপিতবোধ করেছেন এবং নিজেকে ঋদ্ধ করেছেন এই সাংস্কৃতিক পরিমণ্ডলে। এভাবেই তাঁর শিল্পের অভিমুখিতা নতুন পথ খুঁজে পেয়েছে। এই শিক্ষা তাঁর সৃষ্টি এবং মানসযাত্রাকে নতুন মাত্রা দান করেছে। দেশে অবস্থানকালে তাঁর চিত্রচর্চা বাস্তব ও আধাবাস্তব ধারাকে অবলম্বন করে পত্রপলবে বিকশিত হয়েছিল এবং সকল দিক থেকেই চারিত্র্য অর্জন করেছিল। আমেরিকায় পাঠগ্রহণ করতে গিয়ে তিনি সেই ধারা থেকে সরে এলেন। তিনি অন্বেষণ করলেন প্রকৃতির মধ্যে নানা অনুষঙ্গ এবং প্রকৃতির সৌন্দর্য তাঁর চিত্রের বিষয় হয়েছিল। প্রকৃতির অন্তর্নিহিত সৌন্দর্য নানাদিক থেকে তিনি উন্মোচন করেছেন। রং প্রকৃতির এই বিষয়াবলীর সঙ্গে সঙ্গতি রেখেই তিনি ব্যবহার করেছেন। সেজন্য রংও নতুন অর্থযোজনা করেছে। এবং এভাবে প্রকৃতির অনুপুঙ্খ বিষয়কে ঘিরে তাঁর সৃষ্টি আবর্তিত হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রকৃতিকে বিষয় করেই বিমূর্তধারায় ছবি এঁকে চলেছেন। বিদেশে তাঁর এই ধারার চিত্র শিল্পানুরাগীদের মধ্যে অনুকূল সাড়া ফেলেছে। প্রকৃতিরও যে সর্বজনীন ও সর্বকালিক রূপ আছে তিনি এই অন্বেষণের মধ্যে দিয়ে হয়ে উঠলেন তার আশ্চর্য রূপকার। তিনি আজ আমেরিকায় একজন প্রতিষ্ঠিত শিল্পী। তাঁর অভিযাত্রার মধ্যে সৌন্দর্যধ্যান, কল্পনা ও পরিশীলিত আবেগের ছন্দ আছে। সেজন্য তিনি বোধকরি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করতে সমর্থ হয়েছেন। ইতোমধ্যেই তিনি গণচীনেও সমাদৃত হয়েছেন। এই প্রদর্শনীতে সেলিমের শক্তিমত্তার পরিচয় পাওয়া যাবে। আমরা তাঁর সাফল্য কামনা করি।

Date: 18.07.2008 – 29.07.2008
Venue: Bengal Gallery of Fine Arts
Organiser: Bengal Foundation

Enter your keyword