নজরুলসংগীত সন্ধ্যা

আগামী শুক্রবার ১৬ ফেব্রুয়ারি ৬.৩০টায় শিল্পী নিরুপমা রহমানের একক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনাড়ম্বর এই আয়োজনে তিনি নজরুল সংগীত পরিবেশন করবেন। যন্ত্রানুসঙ্গে তবলায় থাকছেন পল্লব স্যানাল ও বাঁশিতে মনিরুজ্জামান। সাথে হারমোনিয়াম বাজাবেন কৃষ্ণকান্ত আচার্য।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

সন্ধ্যা ৬.৩০টা, শুক্রবার
১৬ ফেব্রুয়ারি ২০২৪
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯

Enter your keyword