‘আনিস চৌধুরী: হয়ে ওঠার লেখাজোখা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা

বেঙ্গল পাবলিকেশনস প্রকাশিত ‘আনিস চৌধুরী: হয়ে ওঠার লেখাজোখা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ৮ নভেম্বর ২০২৫, শনিবার, বিকেল ৪টায় বেঙ্গল শিল্পালয়ে। অনুষ্ঠানে বই নিয়ে আলোচনা করবেন অনুবাদক ও প্রাবন্ধিক আলম খোরশেদ এবং কবি পিয়াস মজিদ। সভাপতিত্ব করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক হাসনাত আবদুল হাই। অনুষ্ঠানে আপনাকে সবান্ধব আমন্ত্রণ।

শনিবার, বিকেল ৪টা
৮ নভেম্বর ২০২৫ 
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯

আনিস চৌধুরী (১৯২৯-১৯৯০) ছিলেন নাট্যকার, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক এবং কিঞ্চিৎ কবি। রেডিও, টেলিভিশনের সংবাদ বিভাগে দীর্ঘদিন কাজ করে দক্ষ সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেছিলেন তিনি। তবে তাঁর ঝোঁক ছিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি। কিশোরবেলা থেকে লেখালেখিতে ব্যাপৃত হন তিনি। সে-সময়কার বিভিন্ন পত্র-পত্রিকায় ও সাময়িকীতে তাঁর লেখা প্রকাশিত হলে সেগুলো সযত্নে সংরক্ষণ করতেন। এখনকার মতো ডিজিটাল যুগ তখন নয়, তাই পেপার কাটিং করে আঠা দিয়ে কোনো ডায়েরি বা খাতায় সেঁটে রাখাই ছিল দস্তুর। আনিস চৌধুরীর তেমনই এক খাতা, যা প্রায় আশি বছর আগেকার, উদ্ধার করেছেন তাঁর কন্যা। সে-খাতায় পরিস্ফুট হয়ে উঠেছে আনিস চৌধুরীর চিন্তাচেতনা, সঙ্গে উঠে এসেছে সমসাময়িক সাহিত্যচর্চার নিদর্শন।

Enter your keyword