হেমন্ত বৈঠক

হেমন্তে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের নিয়মিত বৈঠক আয়োজিত হবে আগামী শনিবার ১ নভেম্বর সন্ধ্যা ৬টায়। প্রথমে সরোদ পরিবেশন করবেন ভুবন রায়। তাঁর সঙ্গে তবলায় থাকবেন প্রাণেশ বসাক। এরপর খেয়াল শোনাবেন জ্যোতির্ময় সাহা আদিত্য। তাঁকে তবলায় সহযোগিতা করবেন কুমার প্রতিবিম্ব। হারমনোনিয়ামে থাকবেন অপূর্ব কর্মকার। তৃতীয় পরিবেশনা এসরাজ ও সারেঙ্গি যৌথ বাদন। সৌমিত রায় (এসরাজ) এবং নিলয় হালদারের (সারেঙ্গি) সঙ্গে তবলায় সংগত করবেন আপন বিশ্বাস । সবশেষে একক ধ্রুপদ গেয়ে শোনাবেন টিংকু শীল। তাঁর সঙ্গে পাখাওয়াজে থাকবেন কুমার প্রতিবিম্ব।

অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ।

সন্ধ্যা ৬টা,শনিবার
১ নভেম্বর ২০২৫
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৭
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯

Enter your keyword