বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা

আগামী ৩১ অক্টোবর, শুক্রবার বিকেল ৫টায় বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে ফয়জুল লতিফ চৌধুরীর প্রশ্নোত্তর কেন্দ্র  (বেঙ্গল পাবলিকেশন্‌স ২০২৫) বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা।
অনুষ্ঠানে আপনাকে সবান্ধব আমন্ত্রণ।

আলোচক
আন্দালিব রাশদী, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক
সলিমুল্লাহ খান, চিন্তাবিদ ও লেখক

শুক্রবার, বিকেল ৫টা
৩১ অক্টোবর ২০২৫ 
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা

পরিচিতি
চল্লিশের কাছাকাছি বয়সের মঞ্জুভাষ চক্রবর্তী সমাজকল্যাণ বিভাগের ‘প্রশ্নোত্তর কেন্দ্রে’ কাজ করে। সরকার মনে করে, মানুষ পরিচয় গোপন রেখে মন খুলে কথা বলতে পারলে তাদের মানসিক স্বাস্থ্য ভালো হবে। দেশের মানুষ প্রতিদিন বিচিত্র সব প্রশ্ন পাঠায়। প্রশ্নোত্তর কেন্দ্রের কর্মীরা সে-সবের উত্তর দেয়। মঞ্জুভাষ তাদের একজন . . . . .

ফয়জুল লতিফ চৌধুরী (১৯৫৯) বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিকিন ইউনিভার্সিটি, মনাশ ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ অধ্যয়ন করেছেন। একাধারে ঔপন্যাসিক, সাহিত্য-সমালোচক ও অর্থনীতিবিদ ফয়জুল লতিফ চৌধুরী জীবনানন্দ দাশের কবিতা ও অন্যান্য রচনা নিয়ে তিন দশকের বেশি সময় ধরে একাগ্রচিত্তে কাজ করে চলেছেন, যার মধ্যে জীবনানন্দের পাণ্ডুলিপি-পাঠ অন্যতম। ‘প্রশ্নোত্তর কেন্দ্র’ তাঁর চতুর্থ উপন্যাস। দুর্নীতির প্রবৃত্তি ও কৃৎকৌশল তাঁর গবেষণার অন্যতম বিষয়। তাঁর লেখা করাপট্ ব্যুরোক্র্যাসি অ্যান্ড প্রাইভেটাইজেশন অফ ট্যাক্স ইনফোর্সমেন্ট দুর্নীতির অর্থনৈতিক ব্যাখ্যাসংবলিত বহুলপঠিত মৌলিক গ্রন্থ। সম্প্রতি তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কালপঞ্জি রচনায় প্রবৃত্ত রয়েছেন।

Enter your keyword