সুর-সংগীতে স্মরণ
আগামী শুক্রবার ৯ জুন সন্ধ্যা ৬টায় সুর-সংগীতে আমরা স্মরণ করবো দুজন নিবেদিতপ্রাণ সংগীত-শিক্ষক অসিত কুমার সাহা ও বরকত হোসেনকে। তাঁদের অকালপ্রয়াণে আমরা শোকাহত। শিক্ষক, আয়োজক, সংগঠক ও সংস্কৃতিকর্মী হিসেবে নানা ক্ষেত্রে অবদানের জন্য অসিত কুমার সাহা ও বরকত হোসেন স্মরণীয় হয়ে থাকবেন।
স্মরণানুষ্ঠানের সূচনাভাগে সারেঙ্গি বাজিয়ে শোনাবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থী শৌণক দেবনাথ ঋক। পরম্পরা লক্ষ্যাপারের শিল্পী তন্দ্রিতা সরকার খেয়াল পরিবেশন করবেন। সবশেষে সেতার বাজিয়ে শোনাবেন সংগীতালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং পরম্পরা লক্ষ্যাপারের শিক্ষক নিশীথ দে। তাঁর সঙ্গে তবলায় সংগত করবেন সংগীতালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত ভৌমিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. রেজওয়ান আলী লাভলু।
সন্ধ্যা ৬টা, শুক্রবার
৯ জুন ২০২৩
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩, বাড়ি ৪২
সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯
অসিত কুমার সাহা (১৯৬৭ – ২০২৩) ছিলেন একাধারে নাট্যকার, সংগীতশিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও ইংরেজির অধ্যাপক। তিনি নাট্যদল ‘ঐকিক থিয়েটার’, সাংস্কৃতিক সংগঠন ‘লক্ষ্যাপার’ ও ‘লক্ষ্যাপার পরম্পরা’র প্রতিষ্ঠাতা। এছাড়া নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, হাওয়াইন গিটার পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন। সর্বশেষ তিনি মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে ইংরেজি বিভাগের প্রধান ছিলেন।
বরকত হোসেন (১৯৫৮ – ২০২৩) ভারতে ওস্তাদ দাউদ খান সাহেবের কাছে উচ্চাঙ্গসংগীতে দীর্ঘদিন তালিম নেন। পরে পণ্ডিত অরুণ ভাদুড়ির কাছেও কিছুদিন শেখেন। বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ২০০০ সালে ঢাকায় আয়োজিত পরম্পরা কর্মশালায় ওস্তাদ মশকুর আলী খাঁর কাছে নিবিড় তালিম গ্রহণ করেন। প্রতিষ্ঠাকাল থেকে ‘সংগীত ভবন’-এ শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। একজন সৎ, নীতিনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে বরকত হোসেন সুনাম অর্জন করেছেন। তিনি বহু শিক্ষার্থীকে উচ্চাঙ্গসংগীতে তালিম দিয়েছেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ছিলেন।