সুবীর চৌধুরী স্মরণানুষ্ঠান
বেঙ্গল গ্যালারির পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম সুহৃদ সুবীর চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার ৩০ জুন এক স্মরণানুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পী মনিরুল ইসলাম এবং নাট্যজন রামেন্দু মজুমদার। বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি ও সহ-সভাপতি এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এতে সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত।
সন্ধ্যা ৬.৩০
রোববার ৩০ জুন ২০২৪
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৭
বাড়ি ৪২, সড়ক ২৭, ধামণ্ডি, ঢাকা ১২০৯
বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম সুহৃদ সুবীর চৌধুরী ২০১৪ সালের ৩০ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি বাংলাদেশের চিত্রকলা আন্দোলনকে সঞ্জীবিত ও দেশে-বিদেশে বাংলাদেশের চিত্রকলাকে পরিচিতকরণের জন্য নিরন্তর কাজ করেছেন।
সুবীর চৌধুরী ১৯৫৩ সালের ২২ ফেব্রুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে চারু ও কারুকলা ইনস্টিটিউট থেকে স্মাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে তিনি শিল্পকলা একাডেমীর চিত্রকলা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন এবং কয়েক বছর পরে এই বিভাগের পরিচালক হন। নব্বইয়ের দশকে তাঁর সম্পাদনায় সমকালীন দশজন শিল্পীর দশটি সুচারু গ্রন্থ প্রকাশ চিত্রকলা অঙ্গনকে সমৃদ্ধ করেছিল। ঢাকা এশীয় দ্বি-বার্ষিক চারুকলা প্রদর্শনীর আয়োজন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে। এছাড়া তাঁরই উদ্যোগে হয়েছে ভ্রাম্যমাণ চারুকলা প্রদর্শনী। দেশের প্রত্যন্ত অঞ্চলে সমকালীন শিল্পীদের প্রদর্শনী জনরুচিকে উন্নত ও প্রভূত আনন্দদান করেছিল। শিল্পরুচির উন্নয়ন এবং সৌন্দর্যের অভ্যর্থনায় এর গুরুত্ব ও তাৎপর্য অসীম।
২০০৪ সালে তিনি বেঙ্গল গ্যালারির পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। নিরন্তর কর্মের মধ্য দিয়ে তিনি বেঙ্গল গ্যালারিকে দেশের অন্যতম শীর্ষ গ্যালারিতে উন্নীত করেন।
সুবীর চৌধুরী দেশে-বিদেশে বাংলাদেশের চিত্রশিল্পীদের অগণিত প্রদর্শনীর আয়োজন করেন এবং বহু উল্লেখযোগ্য ও সুচারু আর্ট ক্যাম্পের সামগ্রিক ব্যবস্থাপনায় হয়ে ওঠেন একজন অসামান্য সংগঠক এবং শিল্পীসমাজের আপনজন। তাঁর বহুমুখীন কর্মোদ্যোগ ও কর্মতৎপরতা দেশের চিত্রকলার প্রয়াসকে নবীন মাত্রায় উজ্জীবিত করেছে। নবীন ও সম্ভাবনাময় অগণিত শিল্পীর তিনি ছিলেন প্রেরণাদায়ী সুহৃদ। সুবীর চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকীতে তাঁকে আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।