শীত বৈঠক

বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের নিয়মিত আয়োজন “ বৈঠক” অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬.৩০ মিনিটে। এবারের অনুষ্ঠানে পরপর তিনটি পরিবেশনা। প্রথমে বেহাগ রাগে সারেঙ্গি বাজিয়ে শোনাবেন নিলয় হালদার। এরপর ইমন ও বসন্ত রাগে খেয়াল পরিবেশন করবেন ধ্রুব সরকার। তাঁর সঙ্গে হারমোনিয়ামে থাকবেন অপূর্ব কর্মকার। প্রথম দুটি পরিবেশনায় শিল্পীদের তবলায় সংগত করবেন কুমার প্রতিবিম্ব। সবশেষে সেতারে বাগেশ্রী পরিবেশন করবেন সোহিনী মজুমদার। তাঁর সঙ্গে তবলায় থাকবেন নুশরাত ই জাহান খুশবু।

শীত বৈঠকে সবাই আমন্ত্রিত।

সন্ধ্যা ৬.৩০ মি., শুক্রবার
১৯ জানুয়ারি ২০২৪
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯

Enter your keyword