শিল্পবিষয়ক বক্তৃতা

বৈশাখ বরণ অনুষ্ঠানের অংশ হিসেবে ‘আমাদের দৃশ্যকলায় আধুনিকতার সূচনাপর্ব’ বিষয়ে তিন পর্বে শিল্পবিষয়ক বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক আবুল মনসুর – ২০ এপ্রিল, ৪ ও ১১ মে।
অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি।

শিল্পবিষয়ক বক্তৃতা
‘আমাদের দৃশ্যকলায় আধুনিকতার সূচনাপর্ব
তিন ঠাকুরের ত্রিবিধ যাত্রাপথ’
অধ্যাপক আবুল মনসুর

২০ এপ্রিল । ৭ বৈশাখ শনিবার সকাল ১১টা
পর্ব এক – পটভূমি : জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও গগনেন্দ্রনাথ ঠাকুর

৪ মে । ২১ বৈশাখ শনিবার সকাল ১১টা
পর্ব দুই – অবনীন্দ্রনাথ ঠাকুর : নব্যবঙ্গীয় শিল্পধারা ও অতঃপর

১১ মে । ২৮ বৈশাখ শনিবার সকাল ১১টা
পর্ব তিন – রবীন্দ্রনাথ ঠাকুর : কলাভবন ও দৃশ্যকলায় সমকালের রূপভাবনা

প্রতিদিন সকাল ১১টা
লেভেল ৩, বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭
ধানমন্ডি, ঢাকা – ১২০৯

Enter your keyword