প্রাণের খেলা
এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।
এমন দিনে মন খোলা যায় –
– রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশে মেঘের পরে মেঘ জমেছে। বর্ষার আবাহনে আগামী ৬ ও ৭ জুলাই বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত হচ্ছে ‘প্রাণের খেলা’। প্রথম দিন বৃহস্পতিবার ৬ জুলাই/ ২০ আষাঢ় রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন সুমা রাণী রায় ও ফাহিম হোসেন চৌধুরী। দ্বিতীয় দিন শুক্রবার ৭ জুলাই/ ২১ আষাঢ় নজরুলের গান গেয়ে শোনাবেন বিটু কুমার শীল ও আদিলা নূর।
আপনি সবান্ধব আমন্ত্রিত।
প্রতিদিন সন্ধ্যা ৬.৩০টা
লেভেল ৩, বেঙ্গল শিল্পালয়
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা
বৃহস্পতিবার ৬ জুলাই ২০২৩/ ২০ আষাঢ় ১৪৩০
রবীন্দ্রনাথের গান
ফাহিম হোসেন চৌধুরী
সুমা রাণী রায়
শুক্রবার ৭ জুলাই ২০২৩/ ২১ আষাঢ় ১৪৩০
নজরুলের গান
আদিলা নূর
বিটু কুমার শীল
ফাহিম হোসেন চৌধুরী
জন্ম ১৯৫২ সালে, ফরিদপুরে। গানে হাতেখড়ি ফরিদপুরের সংগীতগুরু প্রাণবন্ধু সাহা ও সেলিম মজুমদারের কাছে। ওস্তাদ নিতাই রায়ের কাছে উচ্চাঙ্গসংগীতে তালিম নেন। অজিত রায় এবং কলিম শরাফীর কাছে রবীন্দ্রনাথের গান শেখেন। ১৯৬৯ সালে ফরিদপুর জেলা সংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। ছায়ানট সংগীত বিদ্যায়তনের তিনি নিয়মিত ছাত্র ছিলেন।
১৯৭৩ সাল থেকে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের তিনি নিয়মিত শিল্পী। ১৯৯৬ সালে শিল্পীর কণ্ঠে ধারণ করা প্রথম রবীন্দ্রসংগীতের ক্যাসেট প্রকাশিত হয়। এ পর্যন্ত তাঁর আরো বেশকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।
তিনি নানা দেশে সংগীত পরিবেশন করেছেন। ১৯৯১ সালে কলিম শরাফীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে প্রথম ভারত সফর করেন। বর্তমানে দক্ষিণী রবীন্দ্রসংগীতাঙ্গনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রবীন্দ্রসংগীত চর্চায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে বাংলা একাডেমি প্রদত্ত ‘রবীন্দ্র পুরস্কার’ লাভ করেন।
ফাহিম হোসেন চৌধুরী ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মান এবং পরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সংস্কৃতিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে ক্রীড়াঙ্গনে যুক্ত হন। প্রথম বিভাগে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ওয়ারী ক্লাবের হয়ে নিয়মিত হকি খেলেছেন।
সুমা রাণী রায়
ছোটবেলা থেকেই সুমা রাণী রায়ের গান শেখা শুরু। ছায়ানট সংগীত বিদ্যায়তনের রবীন্দ্রসংগীত বিভাগের ছাত্রী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে বি মিউজ অনার্স ও এম মিউজ সম্পন্ন করেছেন রবীন্দ্রসংগীত বিষয়ে। শান্তিনিকেতনে শ্রীমতি স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে রবীন্দ্রসংগীতসহ তিন কবির গান শেখার সুযোগ হয়েছে। বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালযয়ে (ত্রিশাল, ময়মনসিংহ) সংগীত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। ।
অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে।
নিদ্রা নাহি তোমায় চাহি আমার নয়ন-পাতে॥
– কাজী নজরুল ইসলাম
আদিলা নূর
অস্ট্রেলিয়া প্রবাসী আদিলা নূর মেলবোর্নের সংগীতপ্রিয় বাঙালিদের মাঝে স্থান করে নিয়েছেন। মায়ের অনুপ্রেরণায় ওস্তাদ পরেশ চন্দ্র রায়ের কাছে শাস্ত্রীয়সংগীত ও নজরুলসংগীতে হাতেখড়ি। পরবর্তীতে চট্টগ্রামের ধ্রুব সংস্কৃতি পরিষদ মিউজিক বোর্ড থেকে প্রাতিষ্ঠানিকভাবে সংগীতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রখ্যাত সংগীতজ্ঞ নীলুফার ইয়াসমীনের কাছে নজরুলসংগীতে তালিম নেন।
১৯৯২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় আধুনিক গানে স্বর্ণপদকসহ প্রথম স্থান এবং নজরুলসংগীতে দ্বিতীয় স্থান অধিকার করেন। ১৯৯৫ সালে চট্টগ্রাম বেতারে তালিকাভুক্ত হয়ে নিয়মিত নজরুলসংগীত পরিবেশন করেন।
অস্ট্রেলিয়ায় অভিবাসনের পর আদিলা নিয়মিত সংগীতচর্চার পাশাপাশি বিভিন্ন মঞ্চে নজরুলের গান পরিবেশন করে সমাদৃত হয়েছেন।
বিটু কুমার শীল
চট্টগ্রামে জন্ম। ছোটবেলায় বড় বোনের কাছে গান শেখা শুরু। বিবেকানন্দ নাগের কাছে পাঁচ বছর শেখার পর ঢাকায় অসিত দে’র কাছে তালিম নেন এবং এখনও নিচ্ছেন। কিছুদিন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ে পণ্ডিত উলহাস কশলকারের কাছে শেখার সুযোগ হয়। সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে উচ্চাঙ্গসংগীত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন। ২০১৭ ও ২০১৯ জাতীয় শিক্ষা সপ্তাহে উচ্চাঙ্গসংগীত বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। ২০২১ সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে আব্দুল আউয়াল পদকে ভূষিত হন। ২০১৫ সালে ‘আমার ভূপেনদা’ রিয়ালিটি শো’তে বাংলাদেশ থেকে প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে ছায়ানট সংগীত বিদ্যায়তনে উচ্চাঙ্গসংগীত বিভাগে শিক্ষক হিসেবে ও সরকারি সংগীত মহাবিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।