দুদিনব্যাপী বর্ষবরণ উৎসব
চৈত্র সংক্রান্তি ও বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে দুদিনব্যাপী বর্ষবরণ উৎসব।
বেঙ্গল শিল্পালয়ে শাস্ত্রীয় সংগীত, শিশুদের গান, নাচ, নাটক ও পাপেট শো দিয়ে সাজানো এই উৎসব চলবে বৃহস্পতিবার ১৩ এপ্রিল ও শুক্রবার ১৪ এপ্রিল ২০২৩ তারিখে।
প্রথমদিন বৃহস্পতিবার ১৩ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় শাস্ত্রীয় সংগীতের আয়োজন ‘বৈঠক’-এ সরোদ, খেয়াল ও তবলা পরিবেশনা করবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা।
উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার ১৪ এপ্রিলের আয়োজনও শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। এদিন থাকছে উইলিয়াম অ্যান্ড মেরি টেইলর স্কুল, সাভার-এর ক্ষুদে শিক্ষার্থীদের গান ও নাচ এবং নব আনন্দ-এর শিশুদের অভিনীত নাটক ‘আলোর পাখিরা’। সবশেষে পরিবেশিত হবে ইনভেন্টর’স পাপেট শো।
এই বর্ণাঢ্য আয়োজন সবার জন্য উন্মুক্ত। আপনিও সবান্ধব আসুন এবং উপভোগ করুন বাঙালিয়ানার উৎসব।
বিস্তারিত
বৃহস্পতিবার ১৩ এপ্রিল ও শুক্রবার ১৪ এপ্রিল বিকেল ৩.৩০টা
লেভেল ১, বেঙ্গল শিল্পালয়
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা