ঢাকার চারুকলার বিকল্প ইতিহাস : অপ্রাতিষ্ঠানিক ধারার সন্ধানে

শিল্পী ও গবেষক শাওন আকন্দ ২০২৩ সালে ‘ঢাকার চারুকলার বিকল্প ইতিহাস : অপ্রাতিষ্ঠানিক ধারার সন্ধানে’ শীর্ষক প্রস্তাবনার জন্য বরেণ্য শিল্পী ও গবেষক গণেশ হালুইর আনুকূল্যে প্রবর্তিত ‘গণেশ হালুই বেঙ্গল গবেষণা বৃত্তি’ লাভ করেন। আগামী শনিবার ২৬ অক্টোবর বিকেল ৫.৩০টায় বেঙ্গল শিল্পালয়ে শাওন আকন্দ গবেষণায় তাঁর অগ্রগতি সম্বন্ধে একটি প্রতিবেদন উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী ও কিউরেটর মুস্তাফা জামান, অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও অধ্যাপক নাজমা খান মজলিস।

অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত।

শনিবার ২৬ অক্টোবর ২০২৪ বিকেল ৫.৩০টা
বেঙ্গল শিল্পালয় লেভেল ৩, বাড়ি ৪২, সড়ক ২৭
ধানমন্ডি, ঢাকা ১২০৯

Enter your keyword