জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্মরণ-বক্তৃতা
আগামী ১৪ মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের চতুর্থ প্রয়াণদিবস। দিবসটিকে সামনে রেখে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামী শনিবার, ৬ মে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে ‘জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্মরণ-বক্তৃতার আয়োজন করা হয়েছে।
স্মরণানুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন অধ্যাপক আনিসুজ্জামানের দীর্ঘদিনের সহকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা। সভাপতিত্ব করবেন কালি ও কলম সাহিত্যপত্রের সম্পাদক সুব্রত বড়ুয়া।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কালি ও কলম সাহিত্যপত্রের সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
বিস্তারিতঃ
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্মরণ-বক্তৃতা
বিকেল ৫টা, শনিবার ৬ মে ২০২৩
বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, রোড ২৭, ধানমণ্ডি, ঢাকা ১২০৯