গ্রীস্ম বৈঠক

বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের নিয়মিত আয়োজন ‘বৈঠক’ অনুষ্ঠিত হবে আগামী শনিবার ১০ জুন সন্ধ্যা ৬.৩০টায়। অনুষ্ঠানে ধ্রুপদ পরিবেশন করবেন দিব্যময় দেশ। তাঁকে পাখোয়াজে সংগত করবেন প্রশান্ত ভৌমিক। সেতার বাজিয়ে শোনাবেন সুব্রত বিশ্বাস। সবশেষে খেয়াল পরিবেশন করবেন নক্ষত্র গিলবার্ট ফ্রান্সিস। সুব্রত ও গিলবার্টের সঙ্গে তবলায় সংগত করবেন কুমার প্রতিবিম্ব। হারমোনিয়ামে থাকবেন ধ্রুব সরকার।
অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত।

সন্ধ্যা ৬.৩০টা, শনিবার
১০ জুন ২০২৩
বেঙ্গল শিল্পালয়, লেভেল ৩, বাড়ি ৪২
সড়ক ২৭, ধানমন্ডি, ঢাকা ১২০৯

Enter your keyword