গানের দুটি সন্ধ্যা

আগামী ৬ ও ৭ অক্টোবর/ ২১ ও ২২ আশ্বিণ ১৪৩০ বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত গানের দুটি সন্ধ্যায় আপনাকে সবান্ধব সাদর আমন্ত্রণ।

প্রতিদিন সন্ধ্যা ৬টা
লেভেল ৩, বেঙ্গল শিল্পালয়
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমণ্ডি, ঢাকা ১২০৯

সূচি
শুক্রবার ৬ অক্টোবর – তানভীর আলম সজীবের কণ্ঠে নজরুলের গান ও রাগাশ্রয়ী বাংলা গান
শনিবার ৭ অক্টোবর – ফারহানা রহমান কান্তার কণ্ঠে তিন কবির গান ও রাগাশ্রয়ী বাংলা গান

অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। হলের ভেতর খাবার বা পানীয় নিয়ে প্রবেশ নিষেধ। বেঙ্গল ফাউন্ডেশনের অনুষ্ঠান সম্বন্ধে আরো জানতে এবং আমন্ত্রিতদের তালিকায় অন্তর্ভুক্ত হতে ০১৮ ৪৪০৫ ০৫০৫ -এ কল করুন বা [email protected]এ লিখুন।

Tanveer Alam Shawjeeb’s passion for classical and semi-classical subcontinental music has equipped him with the insight and technical expertise to create the songs featured in his album “Bari Kothaye Bolo” (Bengal Music Company Ltd, 2007). He draws inspiration from the modern classics sung by Pandit Ajoy Chakraborty. Shawjeeb’s solo track, “Kobey Jabo Pahaar-e,” included in the mixed album “Jhalmuri-1” (Bengal Music Company Ltd), is considered a groundbreaking interpretation of the jhumur genre, exploring the intersection of urban contemporary music, indigenous melodies, and classical compositions.
Shawjeeb earned a diploma in Nazrul Sangeet from the Bulbul Lalitkala Academy in Dhaka. He participated as a contestant in “Notun Kuri” and received the Jatiyo Shishu Shilpi Puroshkar (National Child Artist Award) in Nazrul Sangeet. He regularly performed on Bangladesh Television until he relocated to New York in 1994. In New York, he worked as a singer, songwriter, and composed two tracks for the album “Urban Turban” by the fusion group Tasa in Toronto in 2005. As a musician, he has accompanied many renowned artists at concerts in North America. His upcoming projects include creating music for audio-visual clips for UNHCR and Shandhani. Shawjeeb completed a Bachelor of Arts in Sound Technology in Toronto.

শাস্ত্রীয়সংগীতের প্রতি তানভীর আলম সজীবের দীর্ঘদিনের অনুরাগ তাঁর গায়কীকে সমৃদ্ধ ও সংবেদনশীল করেছে, যা প্রতিভাত হয়েছে ‘বাড়ি কেথায় বল’ (বেঙ্গল মিউজিক, ২০০৭) শীর্ষক তাঁর একক অ্যালবামে। পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া রাগাশ্রয়ী বাংলা গান তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। বেঙ্গল মিউজিক প্রকাশিত ‘ঝালমুড়ি-১’ অ্যালবামে অন্তর্ভুক্ত সজীবের গাওয়া ’কবে যাবো পাহাড়ে’ গানটিতে তিনি দেশীয় ঝুমুর গানের ধারাকে নতুন এক উপলব্ধিতে উপস্থাপন করেছেন। সেখানে, লোকগান, শাস্ত্রীয়সংগীত এবং সমকালীন গানের সম্মিলন এক বিশেষ নাগরিক বোধে উদ্দীপিত হয়েছে।
সজীব বুলবুল ললিতকলা একাডেমি থেকে নজরুল সংগীতে ডিপ্লোমা অর্জন করেন। সংগীতে পারদর্শিতার জন্য একাধিকবার জাতীয় শিশু-কিশোর বিভাগে তিনি পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালে পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে চলে যান। তার আগে সজীব বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী ছিলেন। কানাডার টরন্টোতে তিনি শব্দ-প্রযুক্তির ওপর লেখাপড়া করেন। নিউ ইয়র্কে থাকাকালীন গীতিকার, সুরকার ও সংগীত-পরিচালক হিসেবে স্থানীয় শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়। টরন্টোর ব্যান্ড ‘টাসা’-র সঙ্গে ‘আরবান টারবান’ নামে একটি অ্যালবামে তিনি কাজ করেন এবং সেখানে তাঁর রচিত দুটি ট্র্যাক ব্যবহার করা হয়। উত্তর আমেরিকায় আয়োজিত নানা অনুষ্ঠানে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শিল্পীদের সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে তিনি অংশগ্রহণ করেন। বর্তমানে সজীব ইউএনএইচসিআর এবং সন্ধানীর জন্য নির্মিত প্রামাণ্য-চলচ্চিত্রে সংগীত-সংযোজনের কাজ করছেন।

Farhana Rahman (Kanta) obtained her Master’s degree in music from Rabindra Bharati University in Kolkata, India, after receiving the ICCR scholarship from the Indian government during her undergraduate studies, and later a grant from the Bengal Foundation. She also pursued music education at Kolkata’s Music Research Academy. Her journey in music began under the guidance of her mother.
She received advanced vocal training in classical music from Shri Karunamay Adhikari and later from Rezaul Karim and Suman Chowdhury, in Nazrul Sangeet. Farhana has been recognised for her musical talent with numerous awards in national children and youth competitions.
In 2006, she received recognition for best rendition in the category of Tin-Kobir Gaan at the Bengal Bikash Talent Search Programme organised by the Bengal Foundation. In 2013, she participated in a Bengali music festival organised by the Bengal Foundation and the ITC-Sangeet Research Academy in Kolkata, where she showcased her musical talents. Farhana Rahman is a regular artist on Bangladesh Television and Radio. Currently, she serves as an Assistant Professor in the music department at Chittagong University. Her primary goal is to promote and excel in Bengali music through research and education.

ফারহানা রহমান (কান্তা) কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীত-বিষয়ে ভারত সরকারের আইসিসিআর বৃত্তি এবং পরে বেঙ্গল ফাউন্ডেশন বৃত্তির সহায়তায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি কলকাতার সংগীত রিসার্চ অ্যাকাডেমিতেও শিক্ষাগ্রহণ করেন। তাঁর সংগীতে হাতে খড়ি মায়ের কাছে। তিনি শ্রী করুণাময় অধিকারী, রেজাউল করিম, ও সুমন চৌধুরীর কাছে দীর্ঘদিন তালিম নিয়েছেন। সংগীতে পারদর্শিতার জন্য একাধিকবার জাতীয় শিশু-কিশোর বিভাগে পুরস্কার লাভ করেছেন। ২০০৬ সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল বিকাশ প্রতিভা-অন্বেষণ কর্মসূচিতে ফারহানা তিন-কবির গানে শ্রেষ্ঠ মান অর্জন করেন। ২০১৩ সালে কলকাতায় বেঙ্গল ফাউন্ডেশন ও সংগীত রিসার্চ অ্যাকাডেমি আয়োজিত নয়-দিনব্যাপী বাংলা গানের উৎসবে সংগীত পরিবেশন করে তিনি সমাদৃত হন।
ফারহানা রহমান বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে সহকারি অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। তার লক্ষ্য বাংলা গানের উৎকর্ষসাধনের মাধ্যমে গবেষণা ও শিক্ষদান করা।

Enter your keyword