গানের তিনটি সন্ধ্যা
আগামী ১৩ থেকে ১৫ জুলাই/ ২৯ – ৩১ আষাঢ় ১৪৩০ বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত গানের তিনটি সন্ধ্যায় আপনাকে সবান্ধব সাদর আমন্ত্রণ।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা
লেভেল ১, বেঙ্গল শিল্পালয়
বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমণ্ডি, ঢাকা ১২০৯
সূচি
বৃহস্পতিবার ১৩ জুলাই – ইফ্ফাত আরা দেওয়ানের কণ্ঠে আধুনিক বাংলা গান
শুক্রবার ১৪ জুলাই – বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ’বর্ষা বৈঠক’
শনিবার ১৫ জুলাই – নিলয় আহসানের কণ্ঠে ধ্রুপদ
অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। হলের ভেতর খাবার বা পানীয় নিয়ে প্রবেশ নিষেধ। অনুগ্রহ করে প্রফেশনাল ক্যামেরা সঙ্গে আনবেন না। ফ্ল্যাশ ফটোগ্রাফি নিষেধ। নিরাপত্তাকর্মীর সঙ্গে সহযোগিতা করুন। বেঙ্গল ফাউন্ডেশনের অনুষ্ঠান সম্বন্ধে আরো জানতে এবং আমন্ত্রিতদের তালিকায় অন্তর্ভুক্ত হতে ০১৮ ৪৪০৫ ০৫০৫ -এ কল করুন বা [email protected]এ লিখুন।
বৃহস্পতিবার ১৩ জুলাই – ইফ্ফাত আরা দেওয়ানের কণ্ঠে আধুনিক বাংলা গান
ইফ্ফাত আরা দেওয়ান তাঁর সম্প্রতি প্রকাশিত ‘পাগল হাওয়া’ অ্যালবামের গানগুলো নিয়ে বলেছেন – ‘অনেক কষ্টের ধন এই গানগুলি। এত মাধুরী আছে গানগুলিতে যে না গেয়ে পারিনি। যখন সন্ধ্যা নেমে আসবে, একা ঘরে নিভু নিভু আলোয়, অথবা কোনো বর্ষার রাতে, যখন চারিদিকে অঝোরধারায় বৃষ্টি পড়বে, তখন এ গানগুলি যেন হৃদয়ে এক বিন্দু শান্তি এনে দেয়। তারাভরা রাতে যদি কারও কথা মনে পড়ে, তখন যেন আমার এ গান উতলা হাওয়ার সঙ্গে স্নিগ্ধ সুবাস ভরে দেয় ঘরে!’ অনুষ্ঠানে ইফ্ফাত আরা দেওয়ান অ্যালবামের গানগুলো গেয়ে শোনাবেন।
শিল্পীর সম্বন্ধে আরো জানতে দেখুন https://en.wikipedia.org/wiki/Iffat_Ara_Dewan
শুক্রবার ১৪ জুলাই – বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের পরিবেশনায় ’বর্ষা বৈঠক’
বর্ষা বৈঠকে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করবেন- নিলয় হালদার – সারেঙ্গি বাদন, সংহতি ঘোষ রমা – ধ্রুপদ, প্রাণেশ বসাক – তবলা বাদন, লতিফুন জুলিও – খেয়াল।
বেঙ্গল পরম্পরা সংগীতালয় সম্বন্ধে জানতে দেখুন https://bengalfoundation.org/bengal-parampara-sangeetalay/
শনিবার ১৫ জুলাই – নিলয় আহসানের কণ্ঠে ধ্রুপদ
ঐতিহ্যবাহী ডাগরবাণী আলাপ ও বন্দিশ সমৃদ্ধ ধ্রুপদ পরিবেশন করবেন নিলয় আহসান।
অঞ্চল ও শৈলী ভেদে ধ্রুপদের বেশ কয়েকটি ঘরানা রয়েছে। এর মধ্যে ডাগর ঘরানা সুপ্রাচীন। কথিত রয়েছে, ষোড়শ শতকের সন্ত, কবি, গায়ক ও ভক্তিসাধক স্বামী হরিদাস, যিনি তানসেনের গুরু ছিলেন, তিনিই ডাগর ঘরানার প্রবর্তক। এই ঘরানার সংগীতশৈলী মেওয়ার, জয়পুর এবং পরে উদয়পুরকে কেন্দ্র করে আবর্তিত হয়।
ছোটবেলায় বাবার কাছে নিলয়ের গান শেখা শুরু। পরবর্তীকালে ডাগর ঘরানার একজন প্রতিভাবান ধ্রুপদ গায়ক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। পদ্মশ্রী উস্তাদ ওয়াসিফুদ্দিন ডাগর ও পদ্মশ্রী পণ্ডিত উমাকান্ত এবং রমাকান্ত গুন্ডেচা (গুন্ডেচা ব্রাদার্সের) কাছে দীর্ঘদিন তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। সম্প্রতি দুবাই এক্সপো ২০২০-এ অস্কার বিজয়ী কম্পোজার এ আর রহমানের ‘ফিরদৌস অর্কেস্ট্রা’র সঙ্গে কাজ করেছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জ্যাজ শিল্পী ভিচেস্লাভ গিভোরনস্কির সঙ্গে কাজ করেছেন এবং ২০১২ সালে লন্ডন থেকে নিলয় আহসানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। শিল্পী সম্বন্ধে আরো জানতে দেখুন https://www.dhrupadniloy.com/about.