আলোচনাচক্র : আমাদের আধুনিকতা এবং তার পরিমণ্ডল
বেঙ্গল আর্টস প্রোগ্রাম আয়োজিত তিন পথিকৃৎ রশিদ চৌধুরী, মুর্তজা বশীর ও দেবদাস চক্রবর্তী এবং তাঁদের আধুনিকতার উত্তরাধিকার শীর্ষক প্রদর্শনীর পরিপ্রেক্ষিতে আগামী শনিবার ১৪ মে ২০২২ বিকেল ৫টায় ‘আমাদের আধুনিকতা এবং তার পরিমণ্ডল বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হবে।
আমাদের আধুনিকতা পশ্চিমের অনুকরণ, না পরিবেশ-পরিমণ্ডললকেন্দ্রিক প্রাসঙ্গিক সত্তার রূপান্তর? পশ্চিমের সঙ্গে এর মিল-অমিল কোথায়? এই নতুন ধারার নন্দনতাত্ত্বিক কাঠামোর মাধ্যমে বিবিধ ডিসিপ্লিনের অভ্যন্তরীণ সত্তার উন্মেষ ঘটে, নাকি সর্বজনীনতার আড়ালে রুচিবোধ নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে কাজ করে? এইসব প্রশ্ন নিয়ে বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে আমাদের আধুনিকতার চর্চা ও তার বৈশিষ্ট্যের ধরন পর্যালোচনার জন্যই এই আয়োজন।
আলোচনাচক্রে আপনার সবান্ধব উপস্থিতি আমাদের প্রাণিত করবে।
আলোচক
কাজী খালিদ আশরাফ
স্থপতি ও মহাপরিচালক, বেঙ্গল ইনস্টিটিউট অব আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস
নিসার হোসেন
অধ্যাপক ও ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সাজ্জাদ শরীফ
কবি ও ব্যবস্থাপনা সম্পাদক, প্রথম আলো
মানস চৌধুরী
অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঢালী আল মামুন
শিল্পী এবং অধ্যাপক
চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শনিবার, ১৪ মে ২০২২, বিকেল ৫টা
ছায়ানট সংস্কৃতি-ভবন, লেভেল ২, বাড়ি ৭২, রোড ১৫এ, ধানমণ্ডি, ঢাকা