আবুল হাসনাত স্মারক বক্তৃতা

কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আবুল হাসনাত। তিনি ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক।
এদেশের সাহিত্যের পরিচর্যার পাশাপাশি প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিশেষত গত শতাব্দীর ষাটের দশকে এবং একাত্তরের মুক্তিসংগ্রামে তিনি নানাভাবে অবদান রেখেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কালি ও কলম আয়োজন করেছে ‘আবুল হাসনাত স্মারক বক্তৃতা’। এতে ‘সাহিত্য ও গণমুক্তির সাধনা’ বিষয়ে মূল বক্তব্য প্রদান করবেন প্রাবন্ধিক ও কবি আবুল মোমেন। আলোচনায় অংশ নেবেন লেখক ওয়াসি আহমেদ। সভাপতিত্ব করবেন এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
আগামী ১লা নভেম্বর ২০২৪, শুক্রবার, বিকাল ৫টায় বেঙ্গল শিল্পালয়ে এই বক্তৃতা-অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত।

সুব্রত বড়ুয়া
সম্পাদক, কালি ও কলম

বিকাল ৫টা, শুক্রবার
১লা নভেম্বর ২০২৪

বেঙ্গল শিল্পালয় লেভেল ১
বাড়ি ৪২ সড়ক ২৭ ধানমণ্ডি ঢাকা

Enter your keyword