Sunaad: A classical music soiree

বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে নবীন ও প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে সংগঠিত হয়েছে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। উপমহাদেশের গুণী সংগীতগুরু ও শিক্ষকদের সযত্ন দীক্ষা ও শিক্ষা গ্রহণ করে পরম্পরার শিক্ষার্থীদের মধ্যে সংগীতের অনুকূল আবহ ও অনুরাগ তৈরি হয়েছে। এ সব শিক্ষার্থীর খেয়াল ও ধ্রুপদ পরিবেশন এবং সরোদ, সেতার, তবলা ও এসরাজ বাদন নিয়ে নিয়মিত আয়োজন ‘সুনাদ’-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ ও ৩ আশ্বিন ১৪২৫/ ১৭ ও ১৮ সেপ্টেম্বর, ছায়ানট মিলনায়তনে।

উচ্চাঙ্গসংগীতের দুইদিনব্যাপী এই আয়োজনে আপনাকে সবান্ধব সাদর আমন্ত্রণ।

– বেঙ্গল ফাউন্ডেশন

সন্ধ্যা ৭টা
সোম ও মঙ্গলবার, ২ ও ৩ আশ্বিন ১৪২৫/ ১৭ ও ১৮ সেপ্টেম্বর ২০১৮
ছায়ানট মিলনায়তন, বাড়ি ৭২, সড়ক ১৫এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা ১২০৯
যোগাযোগ : ০১৭১১৮১৭৭৪৯, (০২) ৫৫০২৯৩২৪

 

প্রথম দিন। সোমবার ২ আশ্বিন ১৪২৫/ ১৭ সেপ্টেম্বর ২০১৮ সন্ধ্যা ৭টা

শিল্পীদের উত্তরীয় পরিয়ে দেবেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের

  • দলীয় সরোদ বাদন
    সংগীতালয়ের শিক্ষার্থী ইসরা ফুলঝুরি খান, ইলহাম ফুলঝুরি খান, সাদ্দাম হোসেন এবং আরেফীন রনি।
    তবলায় রতন কুমার দাস এবং সংগীতালয়ের শিক্ষার্থী সুপান্থ মজুমদার
  • খেয়াল পরিবেশন
    সংগীতালয়ের শিক্ষার্থী মিরাজুল জান্নাত সোনিয়া
    তবলায় সংগীতালয়ের শিক্ষার্থী প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে আলমগীর পারভেজ সুমন
  • তবলা লহরা
    সংগীতালয়ের শিক্ষার্থী সুপান্থ মজুমদার
    হারমোনিয়ামে আলমগীর পারভেজ সুমন
  • খেয়াল পরিবেশন
    অতিথী শিল্পী অলোক সেন
    তবলায় সবুজ আহমেদ, হারমোনিয়ামে মোহাম্মদ শাকুর

 

দ্বিতীয় দিন । মঙ্গলবার ৩ আশ্বিন ১৪২৫/ ১৮ সেপ্টেম্বর ২০১৮ সন্ধ্যা ৭ টা

  • দলীয় সেতার বাদন
    সংগীতালয়ের শিক্ষার্থী প্রসেনজিৎ মন্ডল, জ্যোতি ব্যানার্জী, জাহাঙ্গীর আলম শ্রাবণ, মোহাম্মদ কাওসার, সোহিনী মজুমদার, সামিন ইয়াসার ইফতি এবং সুব্রত বিশ্বাস
    তবলায় সংগীতালয়ের শিক্ষার্থী প্রশান্ত ভৌমিক এবং সুপান্থ মজুমদার
  • খেয়াল পরিবেশন
    সংগীতালয়ের শিক্ষার্থী কানিজ হুসনা আহম্মাদী
    তবলায় সংগীতালয়ের শিক্ষার্থী প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে আলমগীর পারভেজ সুমন
  • ধ্রুপদ পরিবেশন
    সংগীতালয়ের শিক্ষার্থী অভিজিৎ কুণ্ড এবং টিংকু শীল
    পাখোয়াজে আলমগীর পারভেজ সুমন
  • দলীয় এসরাজ বাদন
    সংগীতালয়ের শিক্ষার্থী সৈয়দা রায়হান, মো. রায়হানুল আমিন, রনজিত রায়, শুক্লা হালদার, ইসমাত আরা রুচি, শৌণক দেবনাথ ঋক, সৌমিত রায়, গৌরাঙ্গ কৃষ্ণ দাস এবং এসরাজের শিক্ষাগুরু দেবাশীষ হালদার
    তবলায় সংগীতালয়ের শিক্ষার্থী সুপান্থ মজুমদারSunaad: A classical music soiree by Bengal Parampara Sangeetalay

 

 

 

Enter your keyword