Projecting a culturally rich Bangladesh to a global audience

Contact Us

মুক্তি পেলো স্বপ্নজাল

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ৬ এপ্রিল শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে। মুক্তি উপলক্ষে গত বৃহস্পতিবার ৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো ছবিটির প্রিমিয়ার শো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু,  মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, চিত্রনায়িকা পরীমনি ও সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে।

২০টি প্রেক্ষাগৃহে ‘স্বপ্নজাল’মুক্তি পেয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত ইয়াশ রোহান।

বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম নিবেদিত ‘স্বপ্নজাল’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই। পরী-রোহান ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।

যৌথ প্রযোজনায় নির্মিত ‘স্বপ্নজাল’ বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন।