Projecting a culturally rich Bangladesh to a global audience

Contact Us

বেঙ্গল বই উদ্বোধনের চতুর্থ দিন

পাঁচ দিনব্যাপী আয়োজনের চতুর্থ দিন সকালের অধিবেশনে ছিল চিত্রী মুস্তাফিজুল হকের পরিচালনায় শিশুদের নিয়ে ছবি আঁকার ওয়ার্কশপ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রী কনকচাঁপা চাকমা। চিত্র কর্মশালার পর শিশুদের সামনে মনোমুগ্ধকর জাদু পরিবেশন করেন জাদুকর উলফাৎ কবীর। অনুষ্ঠান শেষে শিশুদের হাতে বেঙ্গল বই এর পক্ষ থেকে উপহার তুলে দেন কনকচাঁপা চাকমা। 

প্রতিবেশীদের জন্য সন্ধ্যায় এক প্রীতিসম্মিলনী আয়োজন করা হয়। সূচনা বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক আতাউর রহমান। অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের পরিচিতিমূলক ভিডিও প্রদর্শন করা হয়। সবশেষে লোকগান পরিবেশন করেন বাউল শফি মণ্ডল। বাঁশিতে ছিলেন রানা, হারমোনিয়ামে সাইদুর রহমান, ইউকিলেলেতে মুন্না, ঢোলে সুমন ও পারকাশনে সংগত করেন সোহেল।