Projecting a culturally rich Bangladesh to a global audience

Contact Us

বেঙ্গল ই-বইয়ের উদ্বোধন

বাংলাভাষা এখন আর কোনো বিশেষ গণ্ডিতে আবদ্ধ নেই। ভুবনময় ছড়িয়ে আছে বাঙালি। পৃথিবীর নানা অঞ্চলে অবস্থানরত বাঙালি সাহিত্যানুরাগীর সংখ্যাও কম নয়।
একবিংশ শতাব্দীতে তথ্যপ্রযুক্তি যে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তাতে ইলেকট্রনিক মাধ্যমে বই পাঠ হয়ে উঠেছে সাচ্ছন্দ্যময়। যুগের সঙ্গে তাল মিলিয়ে বেঙ্গল ফাউন্ডেশনও বাংলা সাহিত্যকে বাঙালির নিকট সহজে ও সুলভে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে ই-বই প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্য দিয়ে যে-কোনো আগ্রহী পাঠক চিরায়ত ও সমকালীন বাংলা সাহিত্য খুব সহজেই পাঠ করতে পারবেন। বেঙ্গল পাবলিকেশন্সের ই-বই প্রকল্পে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ব্লুজ কমিউনিকেশনস লিমিটেড।
আগামী শুক্রবার ২২ জানুয়ারি বিকেল ৫.৩০ মিনিটে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী হলে বেঙ্গল ই-বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বক্তব্য রাখবেন লেখক আনিসুল হক ও মুনিজে মনজুর। সবশেষে তরুণ গায়কদের দল জলের গানের পরিবেশনা। 

অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত।

অনুষ্ঠান 
শুক্রবার ২২ জানুয়ারি ২০১৬
বিকেল ৫.৩০ মিনিট

নলিনীকান্ত ভট্টশালী হল, জাতীয় জাদুঘর, শাহবাগ
যোগাযোগ : +৮৮ ০৯ ৬৬৬ ৭৭৩ ৩১১