Projecting a culturally rich Bangladesh to a global audience

Contact Us

আনন্দ পুরস্কার পেলেন ড. আনিসুজ্জামান

কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি, বাংলাদেশের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ১৪২৩ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার পেয়েছেন। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বিপুলা পৃথিবী বইটির জন্য তিনি পেয়েছেন এ সম্মাননা। ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রতিবছর একটি বাংলা বইকে এ পুরস্কার দিয়ে থাকে। বিপুলা পৃথিবী আনিসুজ্জামানের আত্মস্মৃতি। তাঁর জীবনের অনুষঙ্গে এতে ধরা পড়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের সমাজ ও রাজনীতির নানা ঘটনা এবং তার ঘাত-প্রতিঘাত। 
আনন্দ পুরস্কার দেওয়া হচ্ছে ১৯৫৮ সাল থেকে। প্রথম বছর এ পুরস্কার পেয়েছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় ও সমরেশ বসু। ছয় দশক পার করে এবার এ পুরস্কারের হীরকজয়ন্তী। এবার পুরস্কার পেলেন ড. আনিসুজ্জামান।
২৯ এপ্রিল, শনিবার কলকাতার একটি হোটেলে ড. আনিসুজ্জামানের হাতে এ সম্মাননা তুলে দেন বাংলা ভাষার বিশিষ্ট কবি ও রবীন্দ্র-গবেষক শঙ্খ ঘোষ। অনুষ্ঠানে আনন্দবাজার ও দেশ পত্রিকার সম্পাদকসহ কলকাতার বিশিষ্ট লেখক, শিল্পী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।